প্রকৃতির ছোঁয়ায় আনমনা সোহানা সাবা
শেয়ার করুন
ফলো করুন

মাঝেমধ্যে নিজেকে প্রকৃতির কাছে ছেড়ে দিতে হয়। কষ্ট কিংবা সুখের উদ্‌যাপনে কেউ পাশে না থাকলেও থেকে যায় বৃষ্টি শেষে মাটির সোঁদা গন্ধ, গাছের সবুজ পাতারা আর আলমারিতে ভাজ করা সবচেয়ে প্রিয় শাড়িটা। এমন মেঘলা দিনে প্রকৃতির খুব কাছে একান্তে সময় কাটানো যেতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া অভিনেত্রী সোহানা সাবার ছবিগুলো দেখে ভক্তদের এমন ইচ্ছা করতেই পারে।

জলপাইরঙা নরম তাঁতের শাড়ি কোমরে গুঁজে, গাছের ফুল–পাতাদের সঙ্গে অভিনেত্রীর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী জয়িতা আফরিন। সাদা–লাল চেক প্রিন্টের হাতাকাটা ব্লাউজের সঙ্গে সুন্দর সুতি শাড়ি এই সময়ের সেরা পোশাক অনেক মেয়েদের কাছেই। মেঘলা দিন উদ্‌যাপনে এর চেয়ে সুন্দর পরিধেয় আর কী হতে পারে!

বিজ্ঞাপন

এই সুন্দরী অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন জীবনানন্দ দাশের কবিতা।

‘তোমায় আমি দেখেছিলাম বলে
তুমি আমার পদ্মপাতা হলে;
শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।’

ছবিগুলো ঠিক এই কবিতার মতই। বৃষ্টির এমন দিনে প্রকৃতি জেগে ওঠে নবসাজে। সেই সঙ্গে নিজেকে সাজিয়ে–গুছিয়ে নিতে পারলেই পূর্ণতা পায় সবটা। তাই প্রিয় শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে নিতে হবে নিজের জন্যই। এই যেমন সোহানা সাবা নিজেকে ভালো রাখতে সময় পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে, রোজ যোগ ব্যায়াম করেন আর প্রকৃতির কোলে ফিরে যান বারবার। সেটা তাঁর ইনস্টাগ্রামে উঁকি দিলেই বোঝা যাবে।

বিজ্ঞাপন

এই শাড়ির সঙ্গে অভিনেত্রী বেশ কয়েক লহরের পুঁতির ক্ল্যাসিক ডিজাইনের লাল মালা পরেছেন। কানে পরেছেন এক পাথরের দুল।

ষাট-সত্তর দশকের স্টাইলে চোখে টেনে দিয়েছেন কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে ছোট্ট কালো টিপ পরেছেন। হাতে ব্রেসলেট আর ঘড়িও পরেছেন তিনি। আর সব শেষে খোলা চুল এলিয়ে দিয়েছেন আষাঢ় মাসের উতলা বাতাসে।

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১৩: ৫৬
বিজ্ঞাপন