বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন গ্ল্যামারাস ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তাঁর সৌন্দর্য থেকে শুরু করে সাজপোশাক—সবকিছুই অনুরাগীদের মাত করে। কখনো তিনি ধরা দেন দেশীয় পোশাকে, কখনো পশ্চিমা ফ্যাশনে। মিম মানেই গ্ল্যামারাস দুনিয়ার অনন্য ব্যক্তিত্ব। অভিনেত্রীর ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ঢুঁ মারলেই বোঝা যাবে সেটা। সম্প্রতি তাঁর অভিনীত বাংলাদেশি সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পেয়েছে। সিনেমার প্রিমিয়ার শোতে মিম বেছে নিয়েছিলেন ফুসিয়া পিংক রঙের অসাধারণ একটি আউটফিট। অসাধারণ সাজপোশাকের ছবিগুলো তিনি শেয়ার করেছেন ফ্যাশনিস্তা অনুরাগীদের সঙ্গে।
অভিনেত্রী ওপরের অংশে পরেছেন পিংক ব্লেজার আর বটমে ম্যাচিং হাই ওয়েস্ট ফ্লেয়ার প্যান্ট। হাল সময়ে দুনিয়া মাতানো কো-অর্ড স্টাইলও বলা যায় একে। কারণ, কো-অর্ডে টপ আর বটমে হুবহু একই কাপড়, রং, প্রিন্ট বা এমবেলিশমেন্ট থাকে। অভিনেত্রীর ব্লেজারের নিচে শোভা পাচ্ছে ডিপ নেক পিংক ইনার। ব্লেজারের কোমড়ে আলাদা করে নজর কেড়েছে একই ফেব্রিকের পিংক বেল্ট। এই অসাধারণ আউটফিট বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারার। এর সঙ্গে মিমের সাজ আর অনুষঙ্গ যোগ করেছে আলাদা মাত্রা। অভিনেত্রী পায়ে পরার জন্য বেছে নিয়েছেন সাদা পাথরের নকশা করা পিংক হাই হিল।
এবার আসা যাক মিমের আকর্ষণীয় মেকআপের দিকে। সুপরিচিত সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট জাহিদ খানের মেকওভারে সেজেছেন অভিনেত্রী। গ্ল্যাম ওয়েস্টার্ন মেকআপ লুকে মিম যেন হয়ে উঠেছেন আরও বেশি অপরূপা। উঁচু করে স্লিক বান করে অল্প কিছু চুল দুভাগে ফেলে রেখেছেন সামনে।
তাঁর মেকআপে রয়েছে গোলাপির আভিজাত্য। ডাস্টি পিংক ঠোঁট, লেন্স পরা চোখে ফুটে উঠেছে সফট পিংক আইশ্যাডো আর নিখুঁতভাবে আঁকা আইলাইনার। আর এই সাজকে পরিপূর্ণ করেছে গোলাপি ব্লাশ অন আর হাইলাইটার। অভিনেত্রী গয়না হিসেবে শুধু কানে পরেছেন আকর্ষণীয় পাথরের এক জোড়া স্টেটমেন্ট ইয়াররিং, যা তাঁর পুরো লুককে বদলে ফেলেছে। সঙ্গে হাতের আঙুলে শোভা পাচ্ছে আংটি।
বাংলাদেশি আরেক জনপ্রিয় ফ্যাশনিস্তা অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিনি ফ্যাশন ব্র্যান্ড ভোগ বাই প্রিন্সের মডেল হিসেবে ফ্রেমবন্দী হন। তারই ছবি অভিনেত্রী শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনিও বেছে নিয়েছেন অসাধারণ মিনডার ও চেইন প্রিন্টের কো-অর্ড আউটফিট। নীল, সাদা ও বেইজ রঙের নানা ধরনের মোটিফ রয়েছে পোশাকের জমিনে। অভিনেত্রী ওপরের অংশে পরেছেন লুজ-ফিটিং শার্ট আর বটমে ম্যাচিং প্যান্ট। এর সঙ্গে অনুষঙ্গ হিসেবে জুটি বেঁধেছে সাদা কনভারস।
অভিনেত্রীর পুরো লুকে নজর কেড়েছে তাঁর গ্ল্যাম মেকআপ আর গয়না ও অনুষঙ্গ। ঠোটে মভ লিপস্টিক, হালকা গোলাপি ব্লাশ অন আর লেন্স পরা চোখের মেকআপে গাঢ় নীল আইলাইনার দিয়েছেন তিনি। চোখে আরও শোভা পাচ্ছে রেট্রো স্টাইলের সানগ্লাস। গয়না হিসেবে অভিনেত্রী কানে পরেছেন খুব সুন্দর এক জোড়া নীল স্টেটমেন্ট ইয়াররিং। আর হাতে ব্রেসলেট ও কয়েকটি আংটি পরেছেন তিনি। এই আউটফিট ও সাজের সঙ্গে উঁচু করে মানানসই পনিটেল করেছেন অভিনেত্রী।