টিভি আর ওটিটি মাতানো এই আবেদনময় অভিনেত্রী চোখ ধাঁধাচ্ছেন তিন রঙের লুকে
শেয়ার করুন
ফলো করুন

ওয়েবসিরিজ, টেলিভিশন ধারাবাহিক আর ওটিটি ফিল্মের বদৌলতে কলকাতার মেয়ে ঊষসী রায় এখন এক পরিচিত মুখ। চিরাচরিত বাঙালি মেয়ের মিষ্টি মুখশ্রী, অপূর্ব সুন্দর শ্যামবর্ণ আর সেই সঙ্গে বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই কাড়েন এই অভিনেত্রী। মানিয়ে যায় তাঁকে যেকোনো সাজপোশাকেই। একটু যেন বেশিই আকর্ষণীয় তিনি দেশি বা পশ্চিমা আমেজের আবেদনময়ী লুকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে লাল, কালো ও সাদা রঙের আবেদন ছড়ানো পোশাকে। ওয়েস্টার্ন লুকের এই অত্যন্ত আকর্ষনীয় ছবিগুলো দেখে নিই চলুন এই সুন্দরী অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে।

১/১০
একেবারে জেনজি ঘরানার ডিপনেক সাদা স্লিভলেস টপ ও শর্টস পরেছেন ঊষসী
একেবারে জেনজি ঘরানার ডিপনেক সাদা স্লিভলেস টপ ও শর্টস পরেছেন ঊষসী
বিজ্ঞাপন
২/১০
কানে বড় হুপ দুল আর গলাইয় নেকপিস পরেছেন তিনি। হাতে আছে আংটি, ব্রেসলেট ও ঘড়ি
কানে বড় হুপ দুল আর গলাইয় নেকপিস পরেছেন তিনি। হাতে আছে আংটি, ব্রেসলেট ও ঘড়ি
বিজ্ঞাপন
৩/১০
ম্যাচিং সাদা স্নিকার্স মানিয়েছে খুব
ম্যাচিং সাদা স্নিকার্স মানিয়েছে খুব
৪/১০
মেসি হাফ বান, হাফ পনিটেইল স্টাইল করেছেন ঊষসী তাঁর লম্বা চুলে
মেসি হাফ বান, হাফ পনিটেইল স্টাইল করেছেন ঊষসী তাঁর লম্বা চুলে
৫/১০
কালো স্লিভলেস স্লিপড্রেসে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী
কালো স্লিভলেস স্লিপড্রেসে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী
৬/১০
সঙ্গে কোনো অনুষঙ্গ রাখেন নি তিনি
সঙ্গে কোনো অনুষঙ্গ রাখেন নি তিনি
৭/১০
হালকা সেমি ম্যাট মেকওভারে গাঢ় কাজলের ছোঁয়া
হালকা সেমি ম্যাট মেকওভারে গাঢ় কাজলের ছোঁয়া
৮/১০
লাল স্লিভলেস ককটেল ড্রেসে উষসী
লাল স্লিভলেস ককটেল ড্রেসে উষসী
৯/১০
বডিকন ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
বডিকন ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
১০/১০
লাল লিপকালার আর কাজলের সাজের সঙ্গে সোনালি দুল ও ঘড়ি পরেছেন এই অভিনেত্রী
লাল লিপকালার আর কাজলের সাজের সঙ্গে সোনালি দুল ও ঘড়ি পরেছেন এই অভিনেত্রী

ছবি: ঊষসীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন