ওয়েবসিরিজ, টেলিভিশন ধারাবাহিক আর ওটিটি ফিল্মের বদৌলতে কলকাতার মেয়ে ঊষসী রায় এখন এক পরিচিত মুখ। চিরাচরিত বাঙালি মেয়ের মিষ্টি মুখশ্রী, অপূর্ব সুন্দর শ্যামবর্ণ আর সেই সঙ্গে বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই কাড়েন এই অভিনেত্রী। মানিয়ে যায় তাঁকে যেকোনো সাজপোশাকেই। একটু যেন বেশিই আকর্ষণীয় তিনি দেশি বা পশ্চিমা আমেজের আবেদনময়ী লুকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে লাল, কালো ও সাদা রঙের আবেদন ছড়ানো পোশাকে। ওয়েস্টার্ন লুকের এই অত্যন্ত আকর্ষনীয় ছবিগুলো দেখে নিই চলুন এই সুন্দরী অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে।
ছবি: ঊষসীর ইন্সটাগ্রাম