বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় মুখ পারসা ইভানা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি মডেল ও নৃত্যশিল্পীও। তবে শোবিজ জগতে তিনি থিতু হতে চেয়েছেন অভিনয়ের মাধ্যমেই। তাই তো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত অভিনয় প্রশিক্ষণের বিখ্যাত স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগও পেয়ে গেলেন। সেই সুবাদে অভিনেত্রী এখন রয়েছেন মার্কিন মুলুকে। পারসা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি পরিচিত তাঁর নাচের ভিডিওগুলোর মাধ্যমে। এ ছাড়া তাঁর ফ্যাশনবোধেরও আলাদাভাবে তারিফ করতে হয়। তিনি যা পরেন, তা–ই যেন একেকটি স্টাইল স্টেটমেন্ট। বহু গুণে গুণান্বিত পারসার কিছু নির্বাচিত লুক দেখে আসি চলুন।
ছবি: পারসা ইভানার ইন্সটাগ্রাম