একই সঙ্গে ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, বলছে তাঁর সাম্প্রতিক যত লুক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় মুখ পারসা ইভানা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি মডেল ও নৃত্যশিল্পীও। তবে শোবিজ জগতে তিনি থিতু হতে চেয়েছেন অভিনয়ের মাধ্যমেই। তাই তো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত অভিনয় প্রশিক্ষণের বিখ্যাত স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগও পেয়ে গেলেন। সেই সুবাদে অভিনেত্রী এখন রয়েছেন মার্কিন মুলুকে। পারসা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি পরিচিত তাঁর নাচের ভিডিওগুলোর মাধ্যমে। এ ছাড়া তাঁর ফ্যাশনবোধেরও আলাদাভাবে তারিফ করতে হয়। তিনি যা পরেন, তা–ই যেন একেকটি স্টাইল স্টেটমেন্ট। বহু গুণে গুণান্বিত পারসার কিছু নির্বাচিত লুক দেখে আসি চলুন।

১/১২
কাটআউট ডিজাইনের ম্যাজেন্টা ড্রেস পরেছেন সুন্দরী। আকর্ষণ কাড়ছে নীল-সাদা পাথরের অলংকার আর কোঁকড়া চুলের সাজ। গ্লসি মেকআপ সাজে এনেছে পূর্ণতা।
কাটআউট ডিজাইনের ম্যাজেন্টা ড্রেস পরেছেন সুন্দরী। আকর্ষণ কাড়ছে নীল-সাদা পাথরের অলংকার আর কোঁকড়া চুলের সাজ। গ্লসি মেকআপ সাজে এনেছে পূর্ণতা।
বিজ্ঞাপন
২/১২
সাদা টপের শুভ্র আমেজে অন্য রকম সুন্দর লাগছে পারসাকে। মিনিমাল গোল্ডেন জুয়েলারি পরেছেন সঙ্গে। ন্যুড লিপস্টিক আর কাজলে সেজেছেন। চুলগুলো স্টাইল করে ফেলে রেখেছেন একপাশে।
সাদা টপের শুভ্র আমেজে অন্য রকম সুন্দর লাগছে পারসাকে। মিনিমাল গোল্ডেন জুয়েলারি পরেছেন সঙ্গে। ন্যুড লিপস্টিক আর কাজলে সেজেছেন। চুলগুলো স্টাইল করে ফেলে রেখেছেন একপাশে।
বিজ্ঞাপন
৩/১২
সোনালি পাড়ের লাল শাড়িতে বঙ্গতনয়া। সঙ্গে পরেছেন ফ্লোরাল নকশার ব্লাউজ। কানে শোভা পাচ্ছে ঝুমকা। ছেড়ে রাখা চুল, আইলাইনার দিয়ে আঁকা চোখ, ছোট্ট টিপ আর হাতে ঘড়ি–ব্রেসলেট পরেই সাজ পরিপূর্ণ করেছেন পারসা।
সোনালি পাড়ের লাল শাড়িতে বঙ্গতনয়া। সঙ্গে পরেছেন ফ্লোরাল নকশার ব্লাউজ। কানে শোভা পাচ্ছে ঝুমকা। ছেড়ে রাখা চুল, আইলাইনার দিয়ে আঁকা চোখ, ছোট্ট টিপ আর হাতে ঘড়ি–ব্রেসলেট পরেই সাজ পরিপূর্ণ করেছেন পারসা।
৪/১২
 স্যুট স্টাইলের পার্পেল কো-অর্ডে স্টাইলিশ পারসা। কানে গোল্ডেন স্টেটমেন্ট দুল, স্টাইলিশ পনিটেল হেয়ারস্টাইল করেছেন সঙ্গে। পায়ে শোভা পাচ্ছে কালো ব্লক হিল।
স্যুট স্টাইলের পার্পেল কো-অর্ডে স্টাইলিশ পারসা। কানে গোল্ডেন স্টেটমেন্ট দুল, স্টাইলিশ পনিটেল হেয়ারস্টাইল করেছেন সঙ্গে। পায়ে শোভা পাচ্ছে কালো ব্লক হিল।
৫/১২
সিকুইনের কাজ করা ফুলস্লিভ লাল ড্রেস আর গর্জিয়াস মেকআপ লুকে ধরা দিয়েছেন পারসা।
সিকুইনের কাজ করা ফুলস্লিভ লাল ড্রেস আর গর্জিয়াস মেকআপ লুকে ধরা দিয়েছেন পারসা।
৬/১২
জমকালো আমেজের গোলাপি লেহেঙ্গা, জমকালো মেকআপ আর সোনালি অলংকারে বিয়ের সাজে পারসা।
জমকালো আমেজের গোলাপি লেহেঙ্গা, জমকালো মেকআপ আর সোনালি অলংকারে বিয়ের সাজে পারসা।
৭/১২
বোহো আমেজের রঙিন পোশাকে স্টাইলিশ অভিনেত্রী। সঙ্গে নিয়েছেন টোট ব্যাগ।
বোহো আমেজের রঙিন পোশাকে স্টাইলিশ অভিনেত্রী। সঙ্গে নিয়েছেন টোট ব্যাগ।
৮/১২
রুপালি পাড়ের একরঙা সাদা শাড়ির সঙ্গে নজর কাড়ছে ফ্লোরাল কাজের স্টেটমেন্ট ব্লাউজটি। শুভ্র আমেজে ধরা পড়েছে মিনিমাল মেকআপ। কানে শোভা বাড়িয়েছে পাতার নকশা করা সাদা পাথরের স্টেটমেন্ট দুল জোড়া।
রুপালি পাড়ের একরঙা সাদা শাড়ির সঙ্গে নজর কাড়ছে ফ্লোরাল কাজের স্টেটমেন্ট ব্লাউজটি। শুভ্র আমেজে ধরা পড়েছে মিনিমাল মেকআপ। কানে শোভা বাড়িয়েছে পাতার নকশা করা সাদা পাথরের স্টেটমেন্ট দুল জোড়া।
৯/১২
কাটআউট এই পোশাকের সঙ্গে ন্যুড ব্রাউন শেডের লিপস্টিকে সেজেছেন তিনি। হাতঘড়ি আর স্টেটমেন্ট রিং দুল বেছে নিয়েছেন সঙ্গে।
কাটআউট এই পোশাকের সঙ্গে ন্যুড ব্রাউন শেডের লিপস্টিকে সেজেছেন তিনি। হাতঘড়ি আর স্টেটমেন্ট রিং দুল বেছে নিয়েছেন সঙ্গে।
১০/১২
খুব সুন্দর একটা আনারকলি পরেছেন অভিনেত্রী। মাথায় জড়িয়ে নিয়েছেন সোনালি ওড়না। ন্যুড মেকআপে যেন দ্যুতি ছড়াচ্ছেন নাচের মেয়ে পারসা।
খুব সুন্দর একটা আনারকলি পরেছেন অভিনেত্রী। মাথায় জড়িয়ে নিয়েছেন সোনালি ওড়না। ন্যুড মেকআপে যেন দ্যুতি ছড়াচ্ছেন নাচের মেয়ে পারসা।
১১/১২
লাল কামিজের এথনিক লুকে হাস্যোজ্জল পারসা। কানে বড় ঝুমকার সঙ্গে নজর এড়ায়নি কাজল আর ছোট্ট টিপও।
লাল কামিজের এথনিক লুকে হাস্যোজ্জল পারসা। কানে বড় ঝুমকার সঙ্গে নজর এড়ায়নি কাজল আর ছোট্ট টিপও।
১২/১২
কফি রঙের এথনিক ওয়্যারের সঙ্গে জমকালো  গয়না পরেছেন পারসা
কফি রঙের এথনিক ওয়্যারের সঙ্গে জমকালো গয়না পরেছেন পারসা

ছবি: পারসা ইভানার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন