সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কেয়া পায়েলের সাজপোশাকের ছবি নিয়ে ভক্তদের আগ্রহ সব সময় তুঙ্গে থাকে। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে দুটি আকর্ষণীয় লুকে। নিজের ইনস্টাগ্রামে ছবিগুলো ফ্যাশন সচেতন অনুরাগীদের জন্য কেয়া শেয়ার করেছেন। অভিনেত্রীকে প্রথম লুকে দেখা যায় ফিরোজা রঙের আনারকলিতে। একনজরে দেখে মনে হচ্ছে, ভিনদেশি রাজকন্যা বসে আছে ফুলেল দোলনায়।
ফুলস্লিভ এই জামার সঙ্গে কেয়া একপাশে স্টাইল করে নিয়েছেন সোনালি ওড়না। ছেড়ে রাখা চুলের সঙ্গে কানে গুঁজে রাখা গোলাপে অভিনেত্রীর রূপ যেন উপচে পড়ছে। তাঁর সাজে ফুটে উঠেছে কাজল কালো চোখ আর মভ রঙের লিপস্টিক। তিনি কপালে পরেছেন সাদা পাথরের টিপ। মিষ্টি হাসিতে কেয়া যেন মুগ্ধতা ছড়াচ্ছেন প্রকৃতিতে।
দ্বিতীয় লুকে অভিনেত্রী ধরা দিয়েছেন শীতের পোশাকে। বেশ ছিমছামভাবে তিনি ক্যারি করেছেন ওয়েস্টার্ন আউটফিট। নীল রঙের স্কিনি জিনসের সঙ্গে ডাস্টি ব্লু সোয়েটার জুটি বেঁধেছে।
সঙ্গে পায়ে স্টাইল বাড়িয়েছে সাদা ক্রিসক্রস স্যান্ডেল। আকর্ষণ কেড়েছে অভিনেত্রীর নেওয়া গোলাপি স্লিং ব্যাগটিও। তিনি একদম সাজেননি বললে চলে। শুধু ছেড়ে রেখেছেন চুল। আর শেষে মিষ্টি হেসে ফ্রেমবন্দী হয়েছেন।