অধরা খান। নামটি সবার কাছে ততটা পরিচিত নাও হতে পারে। ২০১৮ সালে 'নায়ক' ও 'মাতাল' ছবি দিয়ে সকলের নজরে আসেন তিনি। এর আগে মডেলিং করতেন। তবে মাঝে বহুদিন সেভাবে পর্দা উপস্থিতি ছিলনা এই অভিনেত্রীর। ২০২১ সালে করেছিলেন 'পাগলের মতো ভালোবাসি' নামের একটি মুভি। আর গত বছর ,২০২৩-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'সুলতানপুর' মুভিটি। একজন গ্ল্যামারাস অভিনেত্রীর সবগুলো চেকবক্সেই টিক দেওয়া যায় অধরা খানের বেলায়। আকর্ষণীয় শারীরিক সৌন্দর্য ও মুখশ্রীর কারণে তাঁকে সব পোশাকে মানায়। আর প্রায়ই দেখা যায় অধরাকে দেশ-বিদেশে অবকাশযাপনে যেতে। আর এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁঅর বিভিন্ন সাহপোশাকের গ্ল্যামারাস সব ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। অধরার ইন্সটাগ্রাম আর ফেসবুক থেকে নেওয়া ছবিগুলোতে এই অভিনেত্রীর নানা লুক দেখে নেওয়া যাক এবারে।