স্টাইল আর আবেদনে জুড়ি মেলা ভার এই গ্ল্যামার-কন্যার
শেয়ার করুন
ফলো করুন

অধরা খান। নামটি সবার কাছে ততটা পরিচিত নাও হতে পারে। ২০১৮ সালে 'নায়ক' ও 'মাতাল' ছবি দিয়ে সকলের নজরে আসেন তিনি। এর আগে মডেলিং করতেন। তবে মাঝে বহুদিন সেভাবে পর্দা উপস্থিতি ছিলনা এই অভিনেত্রীর। ২০২১ সালে করেছিলেন 'পাগলের মতো ভালোবাসি' নামের একটি মুভি। আর গত বছর ,২০২৩-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'সুলতানপুর' মুভিটি। একজন গ্ল্যামারাস অভিনেত্রীর সবগুলো চেকবক্সেই টিক দেওয়া যায় অধরা খানের বেলায়। আকর্ষণীয় শারীরিক সৌন্দর্য ও মুখশ্রীর কারণে তাঁকে সব পোশাকে মানায়। আর প্রায়ই দেখা যায় অধরাকে দেশ-বিদেশে অবকাশযাপনে যেতে। আর এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁঅর বিভিন্ন সাহপোশাকের গ্ল্যামারাস সব ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। অধরার ইন্সটাগ্রাম আর ফেসবুক থেকে নেওয়া ছবিগুলোতে এই অভিনেত্রীর নানা লুক দেখে নেওয়া যাক এবারে।

১/৯
লাল-কালো মিনিড্রেস আর দারুণ লাল হিলসে অধরা খান
লাল-কালো মিনিড্রেস আর দারুণ লাল হিলসে অধরা খান
বিজ্ঞাপন
২/৯
ডিস্কো আমেজের সিকুইন টপ আর ফো লেদারের স্কার্টে অধরা
ডিস্কো আমেজের সিকুইন টপ আর ফো লেদারের স্কার্টে অধরা
বিজ্ঞাপন
৩/৯
অফ দ্য শোল্ডার ফুলেল সাদা-কালো টপ আর মিনি স্কার্ট পরেছেন অধরা। লম্বা ঝোলানো দুল আর ক্যাপ রয়েছে সঙ্গে। পায়ে মানানসই বুট স্টাইল জুতা।
অফ দ্য শোল্ডার ফুলেল সাদা-কালো টপ আর মিনি স্কার্ট পরেছেন অধরা। লম্বা ঝোলানো দুল আর ক্যাপ রয়েছে সঙ্গে। পায়ে মানানসই বুট স্টাইল জুতা।
৪/৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তুমুল আলোচিত এই সাঁতার পোশাকের ছবিটি। অধরা এখানে বহুরঙা দারুণ ডিজাইনের মনোকিনির সঙ্গে সারং পরেছেন। ওয়েট লুকে আবেদনময় আমেজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তুমুল আলোচিত এই সাঁতার পোশাকের ছবিটি। অধরা এখানে বহুরঙা দারুণ ডিজাইনের মনোকিনির সঙ্গে সারং পরেছেন। ওয়েট লুকে আবেদনময় আমেজ
৫/৯
কালো  কাট-আউট দেওয়া মিনি ড্রেসে অধরা
কালো কাট-আউট দেওয়া মিনি ড্রেসে অধরা
৬/৯
ডেনিম জ্যাকেট আর মেটালিক ব্রালেটে অধরা
ডেনিম জ্যাকেট আর মেটালিক ব্রালেটে অধরা
৭/৯
সাদা-লাল শাড়িতে খাঁটি বাঙালি সাজে আকর্ষণীয় অধরা
সাদা-লাল শাড়িতে খাঁটি বাঙালি সাজে আকর্ষণীয় অধরা
৮/৯
আকর্ষণীয় ফিশনেট লেয়ারের কালো বডিকন মিনিড্রেস পরেছেন অধরা।
আকর্ষণীয় ফিশনেট লেয়ারের কালো বডিকন মিনিড্রেস পরেছেন অধরা।
৯/৯
লাল নিটেড ব্রালেট আর লাল শিফন শাড়িতে অধরা খান
লাল নিটেড ব্রালেট আর লাল শিফন শাড়িতে অধরা খান
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন