তারকামাত্রই ট্রেন্ডসেটার। তাঁদের দেখে ফ্যাশনিস্তারা আগ্রহ ও সাহস দুটোই পান। আর এ ব্যাপারে বাংলাদেশি তারকা অভিনেত্রী জয়া আহসান এক ধাপ এগিয়ে। তাঁর পোশাক, স্টাইল—সবই ফ্যাশনসচেতনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। থাকবে না কেন, একেক সময় একেক রূপে তিনি ধরা দেন ভক্তদের কাছে। কখনো অভিনেত্রীকে দেখা যায় মিডি জামায় ফ্রেমবন্দী হতে। কখনো সিনেমার প্রচারের জন্য শাড়িতে, আবার কখনো পশ্চিমা স্টাইলে পোজ দিতে। একই অঙ্গে নানা রূপে জয়া যেন সত্যিই মোহময়ী।
সম্প্রতি ভিন্ন আবেদনের দুটি ওয়েস্টার্ন লুকে অভিনেত্রী ক্যামেরাবন্দী হয়েছেন। প্রথম লুকে জয়া পরেছেন সোনালি স্লিভলেস মিডি জামা। পোশাকটির বিশেষত্ব এর নকশায়। পুরো পোশাকেই রয়েছে সিকুইন আর এমব্রয়ডারির নিখুঁত কাজ। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে পোশাকের জমিনে আলাদা করে বসানো একই ফেব্রিকের ফ্লোরাল অ্যাপলিকে।
এর সঙ্গে অভিনেত্রীর সাজেও রেখেছেন গ্ল্যাম ছোঁয়া। গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিকের সঙ্গে হালকা কাজল মাশকারা আর কালো-বাদামি আইশ্যাডোয় সেজেছেন তিনি। সাজ পরিপূর্ণ করতে হাইলাইটারের ছোঁয়া রেখেছেন সবশেষে। এই লুকের সঙ্গে অভিনেত্রী চুলে করেছেন স্টাইলিশ স্লিক বান। গয়না ও অনুষঙ্গ হিসেবে কানে পরেছেন সাদা পাথরের স্টাড, হাতে আংটি আর সোনালি ঘড়ি। সবশেষে লুক পরিপূর্ণ করতে জয়া এই আউটফিটের সঙ্গে সোনালি হাই হিল বেছে নিয়েছেন।
দ্বিতীয় লুকে অভিনেত্রী যেন হয়ে উঠেছেন ‘সুইট সিক্সটিন’। ফুলস্লিভ নিটের টপের সঙ্গে তিনি পরেছেন সাটিন ফেব্রিকের মিডি স্কার্ট। এর সঙ্গে জয়ার সাজ আর অনুষঙ্গও বেশ নজর কেড়েছে অনুরাগীদের।
মিনিমাল মেকআপে সেজেছেন তিনি। গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিক আর হালকা ব্লাশন দিয়েছেন অভিনেত্রী। তারপর মাঝসিঁথি করে ছেড়ে দিয়েছেন চুল। গয়না ও অনুষঙ্গ হিসেবে অভিনেত্রী পরেছেন সোনার চেইন আর আকর্ষণীয় কালো সানগ্লাস। এই আউটফিটের সঙ্গেও জয়া হাই হিলকে প্রাধান্য দিয়েছেন। কালো-সোনালি হিলে জয়া তাঁর লুক সম্পূর্ণ করেছেন।