ভারতীয় তারকা অভিনেত্রী অনন্যা পান্ডেকে চিনলেও অনেকেই কিন্তু তাঁর বোনকে চেনেন না। রূপে–গুণে তিনি কিন্তু দশে দশ। তাঁর নাম অ্যালানা পান্ডে। ২৯ বছর বয়সী এই সুন্দরী একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। অভিনেতা চাঙ্কি পান্ডেরই আপন ভাই চিক্কি পান্ডের বড় মেয়ে তিনি। অনন্যার এই চাচাতো বোন ইতিমধ্যেই ফ্যাশন এবং সৌন্দর্যশিল্পে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামে তাঁর মোহ ধরানো স্টাইলিশ ছবিগুলো দেখে কারও চোখই সরবে না। সেখান থেকে নির্বাচিত কিছু লুক দেখে নেওয়া যাক।