বিয়ের দাওয়াতে সাজতে পারেন কেয়া পায়েলের মতো যত পার্টি লুকে
শেয়ার করুন
ফলো করুন

নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল তাঁর মিষ্টি হাসি আর সাবলীল পর্দা উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন সাম্প্রতিক সময়ে। ছোটপর্দা আর অন্তর্জালে তাঁর নাটকগুলো অত্যন্ত দর্শকপ্রিয়তা পেয়েছে। আবার কেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুবই সক্রিয়। তাঁর ইন্সটাগ্রামে তাই বহু ভক্ত ও অনুসারীদের আনাগোণা। প্রায়ই এই সুন্দরী অভিনেত্রী বিভিন্ন সাজপোশাকে নিজের নানা লুকের ছবি ভাগ করে নেন সকলের সঙ্গে। শুরু হয়েছে বিয়ের ধুম। এসময় বিভিন্ন পার্টি, অনুষ্ঠান আর দাওয়াতে সাজের অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের বিভিন্ন পার্টি লুক। ছবিগুলো কেয়া পায়েলের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/৯
হলুদই নাকি এখন নতুন কালো। হলুদ লেহেঙ্গায় জমকালো সাজে কেয়া পায়েলকেসত্যিই সুন্দর লাগছে।
হলুদই নাকি এখন নতুন কালো। হলুদ লেহেঙ্গায় জমকালো সাজে কেয়া পায়েলকেসত্যিই সুন্দর লাগছে।
বিজ্ঞাপন
২/৯
সুপার ট্রেন্ডি শিয়ার ফেব্রিকের সাদা-রুপালি শাড়িতে নিখুঁত কারুকাজ। সঙ্গের স্লিভলেস ব্লাউজ, সাদা পাথরের গয়না আর সাবেকি হেয়ারস্টাইলে কেয়া পায়েল মুগ্ধ করছেন।
সুপার ট্রেন্ডি শিয়ার ফেব্রিকের সাদা-রুপালি শাড়িতে নিখুঁত কারুকাজ। সঙ্গের স্লিভলেস ব্লাউজ, সাদা পাথরের গয়না আর সাবেকি হেয়ারস্টাইলে কেয়া পায়েল মুগ্ধ করছেন।
বিজ্ঞাপন
৩/৯
ক্ল্যাসিক গোল্ডেন গএ সময়ের ট্রেন্ডি ম্যাজেন্টা রঙের সোনালি পাড়-বুটি দেওয়া শাড়িত্তে খোলা চুলে বেশ লাগছে এই অভিনেত্রীকে
ক্ল্যাসিক গোল্ডেন গএ সময়ের ট্রেন্ডি ম্যাজেন্টা রঙের সোনালি পাড়-বুটি দেওয়া শাড়িত্তে খোলা চুলে বেশ লাগছে এই অভিনেত্রীকে
৪/৯
এখন রেডি টু ওয়্যার  শাড়ির ট্রেন্ড চলছে। কেয়া পায়েলের সিকুইন দেওয়া কালো প্রি-ড্রেপড শাড়িটি পার্টিতে নজর কাড়বে সবার
এখন রেডি টু ওয়্যার শাড়ির ট্রেন্ড চলছে। কেয়া পায়েলের সিকুইন দেওয়া কালো প্রি-ড্রেপড শাড়িটি পার্টিতে নজর কাড়বে সবার
৫/৯
সুপার ট্রেন্ডি প্যাস্টেল পিংক স্লিভ্লেস লেহেঙ্গায় স্নিগ্ধ কেয়া।
সুপার ট্রেন্ডি প্যাস্টেল পিংক স্লিভ্লেস লেহেঙ্গায় স্নিগ্ধ কেয়া।
৬/৯
জমকালো পাড়-আচল দেওয়া মেরুন বেনারসির সঙ্গে কেয়া পরেছেন ঐতিহ্যবাহী ঝুমকা।
জমকালো পাড়-আচল দেওয়া মেরুন বেনারসির সঙ্গে কেয়া পরেছেন ঐতিহ্যবাহী ঝুমকা।
৭/৯
যেকোন হলুদ সন্ধ্যা বা বিয়ের অনুষ্ঠানে কেয়া পায়েলের এই ওয়াইন রঙা ঝলমলে ড্রেসটি মানিয়ে যাবে ।
যেকোন হলুদ সন্ধ্যা বা বিয়ের অনুষ্ঠানে কেয়া পায়েলের এই ওয়াইন রঙা ঝলমলে ড্রেসটি মানিয়ে যাবে ।
৮/৯
হলুদ সালওয়ার কামিজের সঙ্গে ট্রেন্ডি জুতি ও বটুয়া্য কেয়ার সাজে এসেছে পূর্ণতা।
হলুদ সালওয়ার কামিজের সঙ্গে ট্রেন্ডি জুতি ও বটুয়া্য কেয়ার সাজে এসেছে পূর্ণতা।
৯/৯
সোনালি ঝলমলে কারুকাজ করা শাড়ির সঙ্গে জমকালো ব্লাউজেরপিঠে দারুণ ডিজাইন। খোলা চুল আর লাল লিপ কালারে কেয়া পায়েলের নজর কাড়া সাজ।
সোনালি ঝলমলে কারুকাজ করা শাড়ির সঙ্গে জমকালো ব্লাউজেরপিঠে দারুণ ডিজাইন। খোলা চুল আর লাল লিপ কালারে কেয়া পায়েলের নজর কাড়া সাজ।

ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩: ১৪
বিজ্ঞাপন