নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল তাঁর মিষ্টি হাসি আর সাবলীল পর্দা উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন সাম্প্রতিক সময়ে। ছোটপর্দা আর অন্তর্জালে তাঁর নাটকগুলো অত্যন্ত দর্শকপ্রিয়তা পেয়েছে। আবার কেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুবই সক্রিয়। তাঁর ইন্সটাগ্রামে তাই বহু ভক্ত ও অনুসারীদের আনাগোণা। প্রায়ই এই সুন্দরী অভিনেত্রী বিভিন্ন সাজপোশাকে নিজের নানা লুকের ছবি ভাগ করে নেন সকলের সঙ্গে। শুরু হয়েছে বিয়ের ধুম। এসময় বিভিন্ন পার্টি, অনুষ্ঠান আর দাওয়াতে সাজের অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের বিভিন্ন পার্টি লুক। ছবিগুলো কেয়া পায়েলের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম