বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব। আমেরিকায় একাডেমি পুরস্কার ও গ্র্যামি পুরস্কারের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডকে এই পুরস্কারের সমমানের হিসেবে গণ্য করা হয়। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজনের ৮১তম আসর। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড এবং আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের বড় বড় তারকারা। এ বছর মোট ৮৩ জন বিজয়ীর হাতে উঠতে যাচ্ছে গোল্ডেন গ্লোব পুরস্কার। আর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের এই তারকাখচিত অনুষ্ঠানের মূল আকর্ষণগুলোর একটি হলো তারকাদের রেড কার্পেট লুক। এবারে ইন্সটাগ্রাম আর এক্স এ শেয়ার করা চোখ ধাঁধানো লুকে গোল্ডেন গ্লোব প্রত্যাশী ও অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত তারকাদের লুকগুলো দেখে নেওয়া যাক।
ঝলমলে উজ্জ্বল সবুজ সিমুইনের লম্বা গাউনে সবসময়ের মতোই নজর কাড়ছেন অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট তারকা, পপ রাজকুমারী টেইলর সুইফট। সঙ্গে লম্বা সাদা পাথরের ঝিকিমিকি দুল আর সিগনেচার হেয়ারস্টাইল।
তিনি এবার বিশেষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাঁর বিখ্যাত ইরাস ট্যুরের কনসার্ট মুভির জন্য। গোল্ডেন গ্লোব পুরস্কারে এই ক্যাটাগরি এবারই প্রথম।
এ সময়ের সবচেয়ে আলোচিত হলিউড কাপল জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেক এলেন হাতে হাত ধরে।
বেনের কালো স্যুটের ড্যাপার লুক তো ক্ল্যাসিক। আর জেলোর বেবি পিংক অফ দ্য শোল্ডার লম্বা ট্রেনের গাউনটির সঙ্গে ফুলের আকারের বিশাল স্লিভস ডিটেইলস চোখে পড়ছে।
সময়ের আরেক তুমুল জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। লাল অ্যাসিমেট্রিক হেমলাইনের ড্রেসে তিনি সবময়ের মতো সুন্দর।
মাঝের অংশে নট, কালো গোলাপ আর দারুণ কাট-আউট ডিজাইন। চুল টেনে বাঁধা। ম্যাচিং লাল জুতা পরেছেন সেলেনা।
মার্গো রবি সবার ধারণা সত্যি করে দিয়ে বার্বির সাজেই এসেছেন।
ঝলমলে হট পিংক স্লিভলেস লম্বা গাউনের সঙ্গে ক্ল্যাসিক ফো ফারের আদুরে লম্বা স্কার্ফ আর সাদা এক পাথরের স্টাড পরেছেন তিনি।
সময়কে হার মানানো চিরন্তন ডিভা হেলেন মিরেন চোখ জুড়িয়েছে ল্যাভেন্ডার গাউনে।
সঙ্গে লেয়ারিং করেছেন ম্যাচিং লম্বা জ্যাকেটে। পায়ে রূপালি ব্লক হিলস আর ধবধবে সাদা চুলে বান স্টাইলের আপডু।
নজর কেড়েছেন ব্রিটিশ অভিনেত্রী রোজামুন্ড পাইক।
এদিন তিনি পরেছেন কালো নেটের গাউন আর ম্যাচিং বনেত।
কিলার লুকে এলেন কিলিয়ান মারফি। কালো স্যুটে স্মার্ট লুকে এসে তিনি জিতে নিয়ে গেলেন সেরা অভিনেতার পুরস্কার। আর বলাইবাহুল্য সেটি ওপেনহেইমার মুভির জন্য।
নাতালি পোর্ট্ম্যান মানেই স্নিগ্ধতা। পরেছেন তিনি ঝিকিমিকি পাথর খচিত এক চমৎকার স্লিভলেস গাউন।
হিরো ইমেজ: উইকিপিডিয়া ও গোল্ডেন গ্লোবের লোগো