মা শ্রীদেবীর গাউন পরে নজর কাড়লেন খুশি কাপুর
শেয়ার করুন
ফলো করুন

অকালপ্রয়াত বলিউড কুইন শ্রীদেবীকে কেউ কোনোদিন ভুলতে পারবেনা। তাঁর অভিনয়শৈলীর বিষয়ে তো কোনো বিতর্ক নেই৷ কিন্তু সেইসঙ্গে শ্রীদেবীর রূপে যুগযুগ ধরে মোহিত হয়ে এসেছে কয়েক প্রজন্ম।  মৃত্যুর আগেও বিভিন্ন মুভি ও অনুষ্ঠানে তাঁর সাজপোশাক থাকত সকলের আলোচনায়। মায়ের পথ ধরে এখন কন্যা জাহ্নবী কাপুর আর খুশি কাপুরও বলিউডে পা রেখেছেন। আর প্রায়ই তাঁরা নজর কাড়েন বিভিন্ন লুকে।

অতি সম্প্রতি আলোচিত আর্চিস মুভির প্রিমিয়ারে এর অন্যতম অভিনেত্রী খুশি কাপুর মা শ্রীদেবীর একটি গাউন পরে এসে সকলের নজর কেড়েছেন। মনে করিয়ে দিয়েছেন মায়ের স্মৃতি। নিজেও ইন্সটাগ্রামে এ দিনের ছবি পোস্ট করতে গিয়ে খুশি লিখেছেন, ‘সবচেয়ে বিশেষ এ রাতে তোমার সবচেয়ে বিশেষ স্মৃতির সঙ্গে’।

বিজ্ঞাপন

বিখ্যাত ডিজাইনার লেবেল কারুফম্যানফ্র‍্যাংকো এর এই পুরো দৈর্ঘ্যের ফ্লোর টাচিং গাউনটি। ডিজাইনার কেন কফম্যান আর আইজ্যাক ফ্র‍্যাংকোর নামে এই লেবেল। তাঁদের তৈরি এই অফ দ্য শোল্ডার গাউনটি বছর ২০১৩ সালে শ্রীদেবী পরেছিলেন ম্যাকাওয়ে আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

ঝলমলে সিকুইনের সোনালি গাউনটি শরীর আঁকড়ে রাখা বডিকন ডিজাইনের। এর সঙ্গে খুশি পরেছেন জমকালো সাদা পাথরের চোকার স্টাইলের নেকলেস আর এক পাথরের স্টাড। ন্যুড ফিনিশের মেক-ওভার আর টেনে বাঁধা খোঁপায় মিনিমালিজম থাকলেও তা দিচ্ছে আভিজাত্যপূর্ণ লুক।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩: ০৬
বিজ্ঞাপন