সাধারণের মাঝে অসাধারণ লুকে সাদিয়া আয়মানের সারা বছর
শেয়ার করুন
ফলো করুন

সময়টাই যেন কেমন। কেউ কারও আসল চেহারা কেমন বলতে পারেনা। মেকআপের কারসাজিতে ঢেকে যাচ্ছে যেকোনো ছোট-বড় খুঁত। গ্ল্যাম, সফট গ্ল্যাম আর ৫ ধাপের বিশাল যজ্ঞ 'নো মেকআপ' মেকআপের বদৌলতে সবাইকেই যেন একই রকম পুতুল পুতুল দেখায়। আর এই ট্রেন্ড থেকে সম্পূর্ণ বাইরে রাখেন নিজেকে দেশের জনপ্রিয় নবীন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দা আর ওটিটিতে তিনি এখন এক প্রিয় মুখ। আর এর কারণ লুকিয়ে আছে তাঁর মুখশ্রীতেই। খুব আপন লাগে সাদিয়ার হাসি ভরা মুখটি সকলের কাছেই। নিজের শখের নারী এমনই হোক, সেরকমই চাওয়া তাঁর অসংখ্য ভক্ত ও অনুরাগীদের। ভারি বেজ মেকআপ প্রায় সবসময়ই এড়িয়ে চলেন সাদিয়া। চুলের স্টাইলেও কৃত্রিমতার লেশমাত্র নেই। স্বাভাবিক সাজে টিপ,লিপ্সটিক আর কাজলের সঙ্গে প্রায়ই কানের পাশে নানা রকমের ফুল গুঁজতে দেখা যায় সাদিয়াকে। মিষ্টি মেয়ে সাদিয়া আয়মানকে মানিয়ে যায় শাড়ি, সালওয়ার কামিজ, ওয়েস্টার্নশহ সব পোশাকে। সাধারনের মাঝে সারা বছর ধরে ইন্সটাগ্রাম মাতানো সাদিয়ার অসাধারণ ছবিগুলো দেখে নেই এবার চলুন।

বিজ্ঞাপন
১/১১
ম্যাচিং স্লিভলেস ব্লাউজের সঙ্গে নীল শাড়ি আর নীল চুড়িতে নীলাম্বরী সাদিয়া আয়মান।
ম্যাচিং স্লিভলেস ব্লাউজের সঙ্গে নীল শাড়ি আর নীল চুড়িতে নীলাম্বরী সাদিয়া আয়মান।
বিজ্ঞাপন
২/১১
আটপৌরে ড্রেপিং আর ঘটি হাতা ব্লাউজে সাদামাটা সাজে অনন্যা সাদিয়া।
আটপৌরে ড্রেপিং আর ঘটি হাতা ব্লাউজে সাদামাটা সাজে অনন্যা সাদিয়া।
৩/১১
সালওয়ার কামিজেও সমান সুন্দরী সাদিয়া।
সালওয়ার কামিজেও সমান সুন্দরী সাদিয়া।
৪/১১
সাদা কামিনী ফুল, রূপালি ঝুমকা, মাঝে সিঁথি করে ছেড়ে রাখা চুলে সাদিয়া সবুজ শাড়িতে হৃদয়ে লক্ষ্যভেদ করতে প্রস্তুত সবার।
সাদা কামিনী ফুল, রূপালি ঝুমকা, মাঝে সিঁথি করে ছেড়ে রাখা চুলে সাদিয়া সবুজ শাড়িতে হৃদয়ে লক্ষ্যভেদ করতে প্রস্তুত সবার।
৫/১১
এই বউয়ের সাজটিতে ব্রাইডাল মেকআপের বাহুল্য নেই। লাল সোনালির জাদুতে সম্মোহিত করছেন কনেরুপী সাদিয়া।
এই বউয়ের সাজটিতে ব্রাইডাল মেকআপের বাহুল্য নেই। লাল সোনালির জাদুতে সম্মোহিত করছেন কনেরুপী সাদিয়া।
৬/১১
ওয়েস্টার্ন মুভির ঘোড়সওয়ার নারী চরিত্রে দারুণ মানাবে এই লুকে সাদিয়াকে।
ওয়েস্টার্ন মুভির ঘোড়সওয়ার নারী চরিত্রে দারুণ মানাবে এই লুকে সাদিয়াকে।
৭/১১
মাঝে মাঝে একটু জমকালো পোশাক পরলেও যতটা সম্ভব ন্যাচারাল লুকে থাকেন এই অভিনেত্রী।
মাঝে মাঝে একটু জমকালো পোশাক পরলেও যতটা সম্ভব ন্যাচারাল লুকে থাকেন এই অভিনেত্রী।
৮/১১
জেনজি ঘরানার পশ্চিমা লুকেও মানায় সাদিয়া আয়মানকে।
জেনজি ঘরানার পশ্চিমা লুকেও মানায় সাদিয়া আয়মানকে।
৯/১১
সাদিয়া আয়মানের সিগনেচার লুক বলা যায় একে। নীল তাঁতের শাড়ি আর সোনালি গয়নায় নজর কাড়ছেন তিনি।
সাদিয়া আয়মানের সিগনেচার লুক বলা যায় একে। নীল তাঁতের শাড়ি আর সোনালি গয়নায় নজর কাড়ছেন তিনি।
১০/১১
চুল নিয়ে বেশি নিরীক্ষা করেন না সাদিয়া। এমনিতেই সুন্দর তাঁর কেশরাজি।
চুল নিয়ে বেশি নিরীক্ষা করেন না সাদিয়া। এমনিতেই সুন্দর তাঁর কেশরাজি।
১১/১১
কৃত্রিমতার ভিড়ে সাদিয়া আয়মানের ন্যাচারাল লুক দর্শক ও ভক্তদের কাছে পরম আরাধ্য।
কৃত্রিমতার ভিড়ে সাদিয়া আয়মানের ন্যাচারাল লুক দর্শক ও ভক্তদের কাছে পরম আরাধ্য।
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০২: ১১
বিজ্ঞাপন