সময়টাই যেন কেমন। কেউ কারও আসল চেহারা কেমন বলতে পারেনা। মেকআপের কারসাজিতে ঢেকে যাচ্ছে যেকোনো ছোট-বড় খুঁত। গ্ল্যাম, সফট গ্ল্যাম আর ৫ ধাপের বিশাল যজ্ঞ 'নো মেকআপ' মেকআপের বদৌলতে সবাইকেই যেন একই রকম পুতুল পুতুল দেখায়। আর এই ট্রেন্ড থেকে সম্পূর্ণ বাইরে রাখেন নিজেকে দেশের জনপ্রিয় নবীন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দা আর ওটিটিতে তিনি এখন এক প্রিয় মুখ। আর এর কারণ লুকিয়ে আছে তাঁর মুখশ্রীতেই। খুব আপন লাগে সাদিয়ার হাসি ভরা মুখটি সকলের কাছেই। নিজের শখের নারী এমনই হোক, সেরকমই চাওয়া তাঁর অসংখ্য ভক্ত ও অনুরাগীদের। ভারি বেজ মেকআপ প্রায় সবসময়ই এড়িয়ে চলেন সাদিয়া। চুলের স্টাইলেও কৃত্রিমতার লেশমাত্র নেই। স্বাভাবিক সাজে টিপ,লিপ্সটিক আর কাজলের সঙ্গে প্রায়ই কানের পাশে নানা রকমের ফুল গুঁজতে দেখা যায় সাদিয়াকে। মিষ্টি মেয়ে সাদিয়া আয়মানকে মানিয়ে যায় শাড়ি, সালওয়ার কামিজ, ওয়েস্টার্নশহ সব পোশাকে। সাধারনের মাঝে সারা বছর ধরে ইন্সটাগ্রাম মাতানো সাদিয়ার অসাধারণ ছবিগুলো দেখে নেই এবার চলুন।