বলিউডে পা রাখেননি এখনো। তবে বেশ নামডাক এই স্টার কিডের। বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের একমাত্র মেয়ে নিসা দেবগনের কথা বলছিলাম। বেশ ফ্যাশনসচেতন আর স্টাইলিশ এই ২১ বছরের জেন–জি তরুণী। ওয়েস্টার্নে যেমন সুন্দর লাগে তাঁকে, তেমনই লাগে এথনিক আউটফিটেও। আকর্ষণীয় ফিগার, বড় আইল্যাশের টানা চোখ আর দুর্দান্ত ড্রেসিং সেন্সের জন্য নিসার ভক্তসংখ্যাও কম নয়। স্টাইলিশ এথনিক লুকের ছবিগুলো দেখে আসি চলুন: