শাড়ির লুকে উষ্ণতা বাড়ালেন জয়া আহসান
শেয়ার করুন
ফলো করুন

সময়কে সত্যিই হার মানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও পা রেখেছেন। দুই বাংলায় সমান দাপটে করে যাচ্ছেন অভিনয়। ওয়েব সিরিজ হোক আর সিনেমা—জয়ার জুড়ি নেই। তবে অভিনয়শৈলীর পাশাপাশি জয়া আহসানের সৌন্দর্য থাকে আলোচনার তুঙ্গে।

বয়সের ছাপ তো দূরের কথা, দিন দিন যেন আরও তারুণ্যদীপ্ত হয়ে উঠছেন এই সুন্দরী অভিনেত্রী। আর প্রায়ই নিজের নজরকাড়া সব লুকের ছবি জয়া শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সে ধারাবাহিকতায় উষ্ণ দিনে উত্তাপ বাড়ালেন তিনি শাড়ির আবেদনময় লুকের আকর্ষণীয় সব ছবিতে।

বিজ্ঞাপন

সোনালি পাড় ও আঁচলের ঘিয়েরঙা কাতান শাড়ি পরেছেন জয়া আহসান। ড্রেপিংয়ে খুব রাখঢাক নেই। আর এই শাড়ির উষ্ণতা ছড়ানো লুকের আবেদন বাড়িয়েছে ডিপ নেকের দারুণ ফিটিংয়ের স্ট্রিং বাঁধা ব্যাকলেস ব্লাউজ।

বিজ্ঞাপন

টেনে বাঁধা চুলের সঙ্গে ছোট কালো টিপ ছাড়া মেকআপের খুব বাহুল্য নেই। অক্সিডাইজড মেটালের নেকপিস, দুল আর চুড়ি-বালার সঙ্গে আলাদা করে নজর কাড়ছে স্টেটমেন্ট আংটি।

হাতের ব্যাগটিও মানানসই। সব মিলে জয়া আহসানের এই লুক উষ্ণ দিনের উত্তাপ আরও বাড়িয়েছে নিঃসন্দেহে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১: ০০
বিজ্ঞাপন