সুস্মিতা সেন ৪৮-এ এসেও সমান আকর্ষণীয়
শেয়ার করুন
ফলো করুন

সুস্মিতা সেনের কথা উঠলে ফিরে যেতে হবে ১৯৯৪ সালে। ইন্ডিয়ার প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন তিনি। স্নিগ্ধ, সুন্দর, ফিট, ইতিবাচক মনোভাব আর এলিগেন্ট—তকমাগুলো আসলে তাঁর জন্যই। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচিত তাঁর অনবদ্য ফ্যাশন সেন্স আর বিউটির জন্যও। ব্যক্তিজীবনে বিয়ে না করে দুই কন্যাকে দত্তক নিয়েছেন আর পাশাপাশি সামলাচ্ছেন ক্যারিয়ার। দীর্ঘ এই পথচলায় তিনি হয়ে উঠেছেন অনেকের রোলমডেল বা আইকন। আজ এই সাবেক বিশ্বসুন্দরীর ৪৮তম জন্মদিন। বয়স যে একটা নিছক সংখ্যা, সেটা সুস্মিতা বারবার প্রমাণ করেছেন। হাল ফ্যাশনের পাঠকদের জন্য সুস্মিতা সেনের কিছু ফ্যাশন ও যাপন তুলে ধরা হলো।

১/১৪
অল ব্ল্যাক ক্যাজুয়াল লুকে সাবেক বিশ্বসুন্দরী
অল ব্ল্যাক ক্যাজুয়াল লুকে সাবেক বিশ্বসুন্দরী
বিজ্ঞাপন
২/১৪
ডিপ নেক ভেলভেট স্যুটে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী
ডিপ নেক ভেলভেট স্যুটে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী
বিজ্ঞাপন
৩/১৪
ক্রিম রঙের সাটিন শর্ট–টপের সঙ্গে জুটি বেঁধেছে পায়ে পরা হলুদ জুতা
ক্রিম রঙের সাটিন শর্ট–টপের সঙ্গে জুটি বেঁধেছে পায়ে পরা হলুদ জুতা
৪/১৪
ছবিতে মণিপুরি ট্র্যাডিশনাল হ্যান্ড উভেন উলের শাল এবং গরজিয়াস হেডগিয়ারে অভিনেত্রী
ছবিতে মণিপুরি ট্র্যাডিশনাল হ্যান্ড উভেন উলের শাল এবং গরজিয়াস হেডগিয়ারে অভিনেত্রী
৫/১৪
দুই মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি
দুই মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি
৬/১৪
টাইগার প্রিন্টের সাদা–কালো নকশার লং কাফতান পরেছেন সুস্মিতা। সঙ্গে বিচ মুডে আবেদন যোগ করেছে চোখে পরা সানগ্লাস
টাইগার প্রিন্টের সাদা–কালো নকশার লং কাফতান পরেছেন সুস্মিতা। সঙ্গে বিচ মুডে আবেদন যোগ করেছে চোখে পরা সানগ্লাস
৭/১৪
র‍্যাম্পে সোনালি থাই স্লিট অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে অভিনেত্রী পায়ে পরেছেন হাইহিল
র‍্যাম্পে সোনালি থাই স্লিট অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে অভিনেত্রী পায়ে পরেছেন হাইহিল
৮/১৪
সুস্মিতা সেন এই ছবিতে পোজ দিয়েছেন ট্রপিক্যাল প্রিন্টের কোল্ড শোল্ডার টপ ও ব্ল্যাক লেগিংসে
সুস্মিতা সেন এই ছবিতে পোজ দিয়েছেন ট্রপিক্যাল প্রিন্টের কোল্ড শোল্ডার টপ ও ব্ল্যাক লেগিংসে
৯/১৪
বাঙালি নারী বলে কথা, শাড়িপ্রীতি তো থাকবেই। অভিনেত্রী এখানে ফ্রেমবন্দী হয়েছেন খুব সুন্দর একটা নীল-সাদা স্ট্রাইপ শাড়িতে
বাঙালি নারী বলে কথা, শাড়িপ্রীতি তো থাকবেই। অভিনেত্রী এখানে ফ্রেমবন্দী হয়েছেন খুব সুন্দর একটা নীল-সাদা স্ট্রাইপ শাড়িতে
১০/১৪
এসেমেট্রিক নিটওয়্যারের সঙ্গে মাথায় জড়িয়ে নিয়েছেন পছন্দের শাল। আর চোখে বড় আকারের সানগ্লাস লুক করেছে পরিপূর্ণ
এসেমেট্রিক নিটওয়্যারের সঙ্গে মাথায় জড়িয়ে নিয়েছেন পছন্দের শাল। আর চোখে বড় আকারের সানগ্লাস লুক করেছে পরিপূর্ণ
১১/১৪
স্টাইলিশ এ অভিনেত্রীর সানগ্লাস–প্রীতি যে তুঙ্গে, সেটা বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই। জন লেনন স্টাইলের চশমার সঙ্গে আবেদন যোগ করেছে সংযুক্ত সোনালি চেইন
স্টাইলিশ এ অভিনেত্রীর সানগ্লাস–প্রীতি যে তুঙ্গে, সেটা বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই। জন লেনন স্টাইলের চশমার সঙ্গে আবেদন যোগ করেছে সংযুক্ত সোনালি চেইন
১২/১৪
অল পিঙ্ক লুকে সুন্দরী সুস্মিতা সেন। পিঙ্ক হুডি, নেইলপলিশ, লিপস্টিক আর আইশ্যাডোতে ফুটে উঠেছে তাঁর বিউটি
অল পিঙ্ক লুকে সুন্দরী সুস্মিতা সেন। পিঙ্ক হুডি, নেইলপলিশ, লিপস্টিক আর আইশ্যাডোতে ফুটে উঠেছে তাঁর বিউটি
১৩/১৪
সুস্মিতা সেনের রূপ আর ফিটনেস–রহস্যের অন্যতম দাবিদার যোগব্যায়াম
সুস্মিতা সেনের রূপ আর ফিটনেস–রহস্যের অন্যতম দাবিদার যোগব্যায়াম
১৪/১৪
ইন্ডিয়ার প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ছবিটা ১৯৯৪ সালের
ইন্ডিয়ার প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ছবিটা ১৯৯৪ সালের
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন