বিটিএস ‘ভি’ তেইহিউং যেভাবে তাঁর বিস্ময়কর তারুণ্য ধরে রেখেছেন
শেয়ার করুন
ফলো করুন

বিশ্ব মাতানো কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএসের জনপ্রিয় সদস্য কিম তেইহিউং। ভক্তদের কাছে তিনি ‘ভি’ হিসেবে পরিচিত। তবে নাচে-গানে পারদর্শী এই কোরিয়ান তারকা তাঁর নিখুঁত মসৃণ ত্বকের জন্যও ভক্তমহলে বেশ সমাদৃত। ভির ত্বক দেখে মনে হতে পারে, তিনি ত্বকের যত্নে বেশ জটিল স্কিন কেয়ার রুটিন অনুসরণ করেন। কিন্তু তাঁর স্কিন কেয়ার রুটিনটি দেখলেই বোঝা যাবে যে এটি খুবই সাদামাটা। এই রুটিনে প্রয়োজনীয় প্রসাধনপণ্যের ব্যবহারও খুবই অল্প। প্রসাধনপণ্যের পরিমাণ কম হলেও তা কীভাবে ত্বকে প্রয়োগ করবেন, সে ব্যাপারে বেশ সচেতন ভি।

সুন্দর ত্বকের অধিকারী হলেও মাঝেমধ্যে স্কিন ব্রেকআউট বা ত্বকের নানা সমস্যার শিকার হয়েছেন ভি। ব্রেকআউট রুখতে নিজে তো সচেতন হয়েছেনই, ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন তাঁর স্কিন কেয়ার টিপস। ভি তাঁর স্কিন কেয়ার রুটিনে ক্ল্যাসিক সিটিএম (ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার) পদ্ধতি ব্যবহার করেন।

বিজ্ঞাপন

১. ক্লিনজার

তেইহিউংয়ের স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপ হলো ফোমিং ক্লিনজার। কোরিয়ানরা ত্বক পরিষ্কার রাখার ওপর অনেক জোর দেন। তাঁদের মতে চেহারা দাগমুক্ত রাখতে দিনে অন্তত দুইবার ক্লিনজার দিয়ে মুখ ধোয়া উচিত।

একটি ফোমিং ক্লিনজার ত্বকের অতিরিক্ত তেল ও মেকআপ ধুয়ে ফেলতে সাহায্য করে। যেহেতু ব্যস্ত তারকাদের প্রতিদিনই মেকআপ করতে হয়, তাই স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য একটি ভালো ক্লিনজার ব্যবহার করা অপরিহার্য।

২. টোনার

ভির মতে টোনার দ্বিতীয় ক্লিনজার হিসেবে কাজ করতে পারে। টোনার মেকআপের যেকোনো অবশিষ্টাংশ তুলে ফেলে, যা অনেক সময় মুখ ধোয়ার পরও ত্বকে থেকে যায়। ভি টোনার প্রয়োগের বিষয়ে বেশ সতর্ক। তিনি জানান, তাঁর ত্বকবিশেষজ্ঞ টোনারের জন্য আঙুলের পরিবর্তে তুলার প্যাড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

ভি টোনার বেশ সময় নিয়ে প্রয়োগ করেন। তিনি অযথা ঘষাঘষি করার বদলে আলতোভাবে তুলার প্যাডে টোনার দিয়ে ত্বকে লাগাতে বলেছেন। চোখের নিচে অবশিষ্ট মেকআপ রয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এই জায়গা সাবধানে পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

৩. ফেস ক্রিম

মুখ পরিষ্কার করার পর এবার পালা ময়েশ্চারাইজারের। ভির স্কিন কেয়ার রুটিনে একাধিক ক্রিম না থাকলেও তিনি একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করেন। ময়েশ্চারাইজার দেওয়ার সময় তিনি এমনভাবে সারা মুখে তা দেন যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। এতে তাঁর ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

৪. হ্যান্ড ক্রিম

শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের তুলনায় আমাদের হাত সবচেয়ে বেশি জীবাণুর সংস্পর্শে আসে। হাতের যত্ন নেওয়া ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যতটা মুখের যত্ন নেওয়া। তাই ভি নিজের স্কিন কেয়ার রুটিনে অন্তর্ভুক্ত করেছেন হ্যান্ড ক্রিম। তিনি কীভাবে হ্যান্ড ক্রিম ব্যবহার করেন, তা–ও জানিয়েছেন।

‘স্নো ফ্লাওয়ার’ খ্যাত এই গায়ক তাঁর সব আঙুলের ফাঁকে ক্রিমটি ম্যাসাজ করেন। এমনকি তাঁর নখের কিউটিকলেও এটি প্রয়োগ করেন। এতে নখের চারপাশের চামড়ায় চিড় ধরে না, হাতের ত্বক শুষ্ক হয়ে যায় না।

৫. লিপ বাম

ঠোঁটের যত্ন ছাড়া কোনো ত্বকের যত্নের রুটিন সম্পন্ন হয় না। ভির স্কিন কেয়ার রুটিনেও লিপ বাম রয়েছে। ঠোঁট সাধারণত মুখের বাকি অংশের তুলনায় বেশি শুকিয়ে যায়। কারণ, ঠোঁটের ত্বক নিজস্ব প্রাকৃতিক তেল তৈরি করে না।

ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি অপরিহার্য। ফাটা ঠোঁট নিরাময় করা কঠিন। তাই পানিশূন্য হওয়ার আগেই এর যত্ন নেওয়া ভালো। ভি আঙুল ব্যবহার করে এটি প্রয়োগ করার পরামর্শ দেন। লক্ষ রাখতে হবে যেন ঠোঁটের কোণায়ও লিপ বাম প্রয়োগ করা হয়।

ত্বকের যত্নের পাশাপাশি ত্বককে লাবণ্যময় রাখতে এই অনিন্দ্যসুন্দর গায়ক প্রতিদিন প্রয়োজনমতো পানি পান করে হাইড্রেটেড থাকার পরামর্শ দেন। পানির অভাবে ত্বক নিস্তেজ হতে পারে। তাই কিম তেইহিউংয়ের মতো সুস্থ ও উজ্জ্বল ত্বক পেতে সারা দিন প্রচুর পরিমাণ পানি পান করুন।

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন