এ বছর নজর কাড়তে চলেছেন তটিনী
শেয়ার করুন
ফলো করুন

তটিনী মানে নদী। তবে এই নাম বর্তমানে বাংলাদেশের ছোটপর্দায় নদীর মতো বয়ে চলেছে। পুরো নাম তানজিম সাইয়ারা তটিনী। তিনি এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় ও হাসি দিয়ে দর্শকদের মন কেড়েছেন। প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় না শিখলেও কাজে মুগ্ধতা ছড়িয়েছেন তটিনী। আর ২০২৩ এ ক্লোজ আপ কাছের আসার গল্প দিয়েই তিনি কাছে এসেছেন দর্শক ও ভক্তদের। নাটকে কাজ করেছেন ইয়াশ রোহান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানের মতো জনপ্রিয় তারকার বিপরীতে। তাঁর বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ, সাবলীল পর্দা উপস্থিতি আর নিজস্ব স্টাইল অচিরেই ছোট পর্দায় ক্রমশ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী ও মডেল তটিনীকে জাতীয় ক্রাশে পরিণত করতে চলেছে অচিরেই। এবারে তটিনীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া বিভিন্ন ছবিতে এই সুহাসিনীর বিভিন্ন লুক দেখে নেওয়া যাক।

১/১০
মিনিমাল মেক আপ আর মিষ্টি হাসি তটিনীর লুকের বড় বৈশিষ্ট্য
মিনিমাল মেক আপ আর মিষ্টি হাসি তটিনীর লুকের বড় বৈশিষ্ট্য
বিজ্ঞাপন
২/১০
বিভিন্ন চরিত্রের লুকে তিনি সহজেই মিশে যান
বিভিন্ন চরিত্রের লুকে তিনি সহজেই মিশে যান
বিজ্ঞাপন
৩/১০
্টিপ,কাজল আর হালকা গয়নায় শাড়ির সাজে এসেছে পূর্ণতা।
্টিপ,কাজল আর হালকা গয়নায় শাড়ির সাজে এসেছে পূর্ণতা।
৪/১০
সনাতন স্টাইলের বউয়ের সাজে অনন্যা তটিনী
সনাতন স্টাইলের বউয়ের সাজে অনন্যা তটিনী
৫/১০
নীল শাড়ি আর চুড়িতে সমান সুন্দর তিনি
নীল শাড়ি আর চুড়িতে সমান সুন্দর তিনি
৬/১০
ফ্রেশ লুকে তটিনীর ত্বকের সুস্বাস্থ্য চোখে পড়ার মতো।
ফ্রেশ লুকে তটিনীর ত্বকের সুস্বাস্থ্য চোখে পড়ার মতো।
৭/১০
হালকা সাজেই নজর কাড়েন তিনি বেশি।
হালকা সাজেই নজর কাড়েন তিনি বেশি।
৮/১০
মাঝে মাঝে একটু অন্যরকমভাবে সাজেন তটিনী। ্তবে স্নিগ্ধতা থাকে অটুট।
মাঝে মাঝে একটু অন্যরকমভাবে সাজেন তটিনী। ্তবে স্নিগ্ধতা থাকে অটুট।
১০/১০
সাম্প্রতিক ছবিতে মিডি ড্রেস,  সাদা স্নিকার্স, খোলা চুল আর স্টাইলিশ ব্যাগে নজর কাড়লেন তটিনী।
সাম্প্রতিক ছবিতে মিডি ড্রেস, সাদা স্নিকার্স, খোলা চুল আর স্টাইলিশ ব্যাগে নজর কাড়লেন তটিনী।
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০২: ০৩
বিজ্ঞাপন