তটিনী মানে নদী। তবে এই নাম বর্তমানে বাংলাদেশের ছোটপর্দায় নদীর মতো বয়ে চলেছে। পুরো নাম তানজিম সাইয়ারা তটিনী। তিনি এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় ও হাসি দিয়ে দর্শকদের মন কেড়েছেন। প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় না শিখলেও কাজে মুগ্ধতা ছড়িয়েছেন তটিনী। আর ২০২৩ এ ক্লোজ আপ কাছের আসার গল্প দিয়েই তিনি কাছে এসেছেন দর্শক ও ভক্তদের। নাটকে কাজ করেছেন ইয়াশ রোহান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানের মতো জনপ্রিয় তারকার বিপরীতে। তাঁর বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ, সাবলীল পর্দা উপস্থিতি আর নিজস্ব স্টাইল অচিরেই ছোট পর্দায় ক্রমশ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী ও মডেল তটিনীকে জাতীয় ক্রাশে পরিণত করতে চলেছে অচিরেই। এবারে তটিনীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া বিভিন্ন ছবিতে এই সুহাসিনীর বিভিন্ন লুক দেখে নেওয়া যাক।