সময়ের সঙ্গে মাহিয়া মাহির বদলে যাওয়া লুক
শেয়ার করুন
ফলো করুন

চিত্রনায়িকা মাহিয়া মাহি সব সময় তাঁর সুন্দর মুখশ্রী আর স্টাইলিশ লুকের জন্য সমাদৃত। হেয়ারস্টাইল ও মেকওভারে সব সময় ট্রেন্ডের সঙ্গেই থাকেন মাহি। শাড়ি হোক, এথনিক স্টাইলের লেহেঙ্গা বা সালোয়ার–কামিজ সবকিছুতে তিনি সমান স্বচ্ছন্দ। এদিকে পশ্চিমা ঘরানার পোশাকেও মাহিকে মানায় খুব। এর কারণ হচ্ছে তাঁর ঈর্ষণীয় ফিটনেস। মাতৃত্বের আশীর্বাদ পাওয়ার পর যেখানে বেশির ভাগ চিত্রনায়িকা আমাদের দেশে ফিটনেস নিয়ে ঝামেলায় পড়েন, সেখানে খুব দ্রুত নিজেকে আগের মতো ফিট করে তুলেছেন মাহিয়া মাহি মা হওয়ার পর। সম্পর্কের টানাপোড়েন আর রাজনৈতিক অঙ্গনে পা রাখতে গিয়ে হোঁচট খাওয়ার ঘটনা নিয়ে অনেক কথা হলেও পর্দায় উপস্থিতি আর সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহিয়া মাহি সব সময় প্রশংসার দাবিদার। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে পাওয়া ছবিগুলোতে মাহিয়া মাহির সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়া দারুণ সব স্টাইলিশ লুক দেখে নিই চলুন।

১/১৩
ওয়াইন রঙা পার্টি ওয়্যারে মাহিয়া মাহি
ওয়াইন রঙা পার্টি ওয়্যারে মাহিয়া মাহি
বিজ্ঞাপন
২/১৩
সবুজ ট্রেন্ডি মনোক্রোম সালওয়ার কামিজ পরেছেন মাহি
সবুজ ট্রেন্ডি মনোক্রোম সালওয়ার কামিজ পরেছেন মাহি
বিজ্ঞাপন
৩/১৩
অল ব্ল্যাক ওয়েস্টার্ন পোশাকে মাহি। চুলে ওয়েট লুক
অল ব্ল্যাক ওয়েস্টার্ন পোশাকে মাহি। চুলে ওয়েট লুক
৪/১৩
বর্ণিল শাড়ি আর খোলা চুলে উচ্ছসিত মাহি
বর্ণিল শাড়ি আর খোলা চুলে উচ্ছসিত মাহি
৫/১৩
লাল মনোক্রোম শাড়ি আর খোলা চুলে আকর্ষণীয় লাগছে মাহিকে
লাল মনোক্রোম শাড়ি আর খোলা চুলে আকর্ষণীয় লাগছে মাহিকে
৬/১৩
লাল চুড়ি  আর টিপে লাল শাড়ির সাজে এসেছে পূর্ণতা
লাল চুড়ি আর টিপে লাল শাড়ির সাজে এসেছে পূর্ণতা
৭/১৩
আনমনা লুকে মাহি। পরেছেন নীল টপ।
আনমনা লুকে মাহি। পরেছেন নীল টপ।
৮/১৩
মাঝে মাঝে খুব হালকা মেক আপ করেন মাহিয়া মাহি। লিপ টিন্ট আর মাসকারা দিয়েছেন এখানে এই সুন্দরী অভিনেত্রী
মাঝে মাঝে খুব হালকা মেক আপ করেন মাহিয়া মাহি। লিপ টিন্ট আর মাসকারা দিয়েছেন এখানে এই সুন্দরী অভিনেত্রী
৯/১৩
লাল লিপকালারও খুব পছন্দ মাহির। সেইসঙ্গে প্রায়ই দেখা যায় তাঁকে ঘন করে দেওয়া মাসকারা আর ফলস আইল্যাশে।
লাল লিপকালারও খুব পছন্দ মাহির। সেইসঙ্গে প্রায়ই দেখা যায় তাঁকে ঘন করে দেওয়া মাসকারা আর ফলস আইল্যাশে।
১০/১৩
গোলাপি টপ আর খোলা চুলে ন্যাচারাল লুকে মাহি
গোলাপি টপ আর খোলা চুলে ন্যাচারাল লুকে মাহি
১১/১৩
মাহির ত্বকের সৌন্দর্য নজর কাড়ার মতো।
মাহির ত্বকের সৌন্দর্য নজর কাড়ার মতো।
১২/১৩
ক্যাজুয়াল লুকে কালো টপ ও ট্রাউজার্স পরেছেন মাহি
ক্যাজুয়াল লুকে কালো টপ ও ট্রাউজার্স পরেছেন মাহি
১৩/১৩
লাল শাড়ির সাজে লাল ঠোঁট আর লাল চুড়ি- সব মিলে মোহনীয় মাহিয়া মাহি।
লাল শাড়ির সাজে লাল ঠোঁট আর লাল চুড়ি- সব মিলে মোহনীয় মাহিয়া মাহি।
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫০
বিজ্ঞাপন