চিত্রনায়িকা মাহিয়া মাহি সব সময় তাঁর সুন্দর মুখশ্রী আর স্টাইলিশ লুকের জন্য সমাদৃত। হেয়ারস্টাইল ও মেকওভারে সব সময় ট্রেন্ডের সঙ্গেই থাকেন মাহি। শাড়ি হোক, এথনিক স্টাইলের লেহেঙ্গা বা সালোয়ার–কামিজ সবকিছুতে তিনি সমান স্বচ্ছন্দ। এদিকে পশ্চিমা ঘরানার পোশাকেও মাহিকে মানায় খুব। এর কারণ হচ্ছে তাঁর ঈর্ষণীয় ফিটনেস। মাতৃত্বের আশীর্বাদ পাওয়ার পর যেখানে বেশির ভাগ চিত্রনায়িকা আমাদের দেশে ফিটনেস নিয়ে ঝামেলায় পড়েন, সেখানে খুব দ্রুত নিজেকে আগের মতো ফিট করে তুলেছেন মাহিয়া মাহি মা হওয়ার পর। সম্পর্কের টানাপোড়েন আর রাজনৈতিক অঙ্গনে পা রাখতে গিয়ে হোঁচট খাওয়ার ঘটনা নিয়ে অনেক কথা হলেও পর্দায় উপস্থিতি আর সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহিয়া মাহি সব সময় প্রশংসার দাবিদার। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে পাওয়া ছবিগুলোতে মাহিয়া মাহির সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়া দারুণ সব স্টাইলিশ লুক দেখে নিই চলুন।