মনীশ মালহোত্রার ডিজাইনে নতুন করে আকর্ষণ জাগালেন কিংবদন্তি 'উমরাওজান'। আশির দশকে এই চরিত্রে একই নামের সিনেমায় লাখো হৃদয় জয় করেছিলেন বলিউডের অরিজিনাল ডিভা রেখা। আনারকলি আর জমকালো গয়নায় তাঁর মুজরার বডি ল্যাঙ্গুয়েজ ও অভিব্যক্তি এখনও অপ্রতিদ্বন্দ্বী। তবে অনেক সময় নিজেকেই ছাড়িয়ে যাওয়া যায়। আর ঠিক সে কাজটিই করেছেন রেখা সত্তরে এসে। অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি সত্তরটি বসন্ত পার করে ফেলেছেন। আর উমারাওজানের সাজপোশাক রিক্রিয়েট করে আবারো ভরপুর আকর্ষণ ছড়াচ্ছেন তিনি অত্যন্ত গ্রেসফুল লুকে। ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইনে এবার তিনি জমকালো কারুকাজ করা হটপিংক আনারকলি বেছে নিয়েছেন। চলুন তবে রেখার এই সাড়াজাগানো লুকটির আদ্যোপান্ত দেখে নিই।
ছবি: ইন্সটাগ্রাম