সত্তরে এসে নিজের লুক রিক্রিয়েট করে নিজেকেই ছাড়িয়ে গেলেন বলিউডের অরিজিনাল ডিভা
শেয়ার করুন
ফলো করুন

মনীশ মালহোত্রার ডিজাইনে নতুন করে আকর্ষণ জাগালেন কিংবদন্তি 'উমরাওজান'। আশির দশকে এই চরিত্রে একই নামের সিনেমায় লাখো হৃদয় জয় করেছিলেন বলিউডের অরিজিনাল ডিভা রেখা। আনারকলি আর জমকালো গয়নায় তাঁর মুজরার বডি ল্যাঙ্গুয়েজ ও অভিব্যক্তি এখনও অপ্রতিদ্বন্দ্বী। তবে অনেক সময় নিজেকেই ছাড়িয়ে যাওয়া যায়। আর ঠিক সে কাজটিই করেছেন রেখা সত্তরে এসে। অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি সত্তরটি বসন্ত পার করে ফেলেছেন। আর উমারাওজানের সাজপোশাক  রিক্রিয়েট করে আবারো ভরপুর আকর্ষণ ছড়াচ্ছেন তিনি অত্যন্ত গ্রেসফুল লুকে। ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইনে এবার তিনি জমকালো কারুকাজ করা হটপিংক আনারকলি বেছে নিয়েছেন। চলুন তবে রেখার এই সাড়াজাগানো লুকটির আদ্যোপান্ত দেখে নিই।

বিজ্ঞাপন
১/৮
উমরাওজান লুক রিক্রিয়েট করে হইচই ফেলে দিয়েছেন বলিউডের অরিজিনাল ডিভা রেখা
উমরাওজান লুক রিক্রিয়েট করে হইচই ফেলে দিয়েছেন বলিউডের অরিজিনাল ডিভা রেখা
বিজ্ঞাপন
২/৮
আইকনিক আনারকলি আর জমকালো গয়নার লুককে অন্য মাত্রায় দেখা যাচ্ছে তারকা আলোকচিত্রী ডাবু রাত্নানির ফ্রেমে
আইকনিক আনারকলি আর জমকালো গয়নার লুককে অন্য মাত্রায় দেখা যাচ্ছে তারকা আলোকচিত্রী ডাবু রাত্নানির ফ্রেমে
৩/৮
উমরাওজান লুকটি এমনিতেই বহু বছর ধরে লাখো হৃদয় জয় করে আসছে
উমরাওজান লুকটি এমনিতেই বহু বছর ধরে লাখো হৃদয় জয় করে আসছে
৪/৮
তবে ভারতের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার রানিগোলাপি আনারকলির এই লুকটিও বহু বছরে ধরে মনে রাখবে সবাই। সোনালি জরির বুনন আর ভরপুর কারুকাজ করা হয়েছে এতে।
তবে ভারতের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার রানিগোলাপি আনারকলির এই লুকটিও বহু বছরে ধরে মনে রাখবে সবাই। সোনালি জরির বুনন আর ভরপুর কারুকাজ করা হয়েছে এতে।
৫/৮
লাল ঠোঁট আর ভারি কাজল, লাইনার দেওয়া নাটকীয় চোখে কোথায় যেন বিষাদের ছায়া। নজর কাড়ছে লম্বা বেণিতে বাঁধা হেয়ার অ্যাক্সেসরি আর ট্যাসেল।
লাল ঠোঁট আর ভারি কাজল, লাইনার দেওয়া নাটকীয় চোখে কোথায় যেন বিষাদের ছায়া। নজর কাড়ছে লম্বা বেণিতে বাঁধা হেয়ার অ্যাক্সেসরি আর ট্যাসেল।
৬/৮
সত্তরের রেখার এই বডি ল্যাঙ্গুয়েজ আর গ্রেস বলিউডের আর কেউ ছুঁতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে
সত্তরের রেখার এই বডি ল্যাঙ্গুয়েজ আর গ্রেস বলিউডের আর কেউ ছুঁতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে
৭/৮
মাথা থেকে পা পর্যন্ত ট্র্যাডিশনাল জমকালো গয়না পরেছেন রেখা। পায়ের অলতার সাজ ও রতনচূড় নজর কাড়ছে বেশ
মাথা থেকে পা পর্যন্ত ট্র্যাডিশনাল জমকালো গয়না পরেছেন রেখা। পায়ের অলতার সাজ ও রতনচূড় নজর কাড়ছে বেশ
৮/৮
এ কথা বলাই যায়, রেখার কালোত্তীর্ণ সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হয়ে রয়ে যাবে এই লুকটি
এ কথা বলাই যায়, রেখার কালোত্তীর্ণ সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হয়ে রয়ে যাবে এই লুকটি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪: ৩৯
বিজ্ঞাপন