হাই ফ্যাশনের বিলাসবহুল পোশাক সকলের নাগালের মধ্যে থাকে না কখনোই। তারপরেও এসকল পোশাকের প্রতি আমাদের আগ্রহের যেন শেষ নেই। ফ্যাশন রানওয়ের দিকে নজর রাখি আমরা বিশ্বের বড় বড় ব্র্যান্ডের চোখ ধাঁধানো সব লাক্সারি ডিজাইনের ঝলক পেতে। আর বলাইবাহুল্য, এসব চোখধাঁধানো পোশাকের দামটাও তেমনই চোখ কপালে তোলার মতো। পোশাকের দামের কথাই যখন এল, মনে পড়ে যাচ্ছে আম্বানিদের বিয়ে উপলক্ষে সেই প্রাক-বিবাহ তেলেসমাতি থেকে শুরু করে চলমান বিয়েবাড়ির কথা।
কারণ সেখানে আম্বানিদের মেয়ে-বউদের একেকজনের শাড়ি, লেহেঙ্গা আর গাউনের দাম শুনে জ্ঞান হারানোর মতো অবস্থা হচ্ছে সকলের। তবে শুধু যে দামী তা নয়, সুরুচির পরিচিয় দিয়ে আম্বানিদের মেয়ে ইশা আম্বানি, বড় বউ শ্লোকা আম্বানি আর বিয়ের কনে রাধিকা মার্চেন্ট পরছেন বিশ্ববিখ্যাত সব বিলাসবহুল ব্র্যান্ডের নজরকাড়া পোশাক আর গয়না। তাই তো ফ্যাশনপ্রেমীদের চোখ এখন ফ্যাশন রানওয়ের বদলে আম্বানিদের বিয়েবাড়িতে।
সঙ্গীতের অনুষ্ঠানে চমক দিলেন প্রথমেই ইশা আম্বানি। বিলাসবহুল ইটালিয়ান ব্র্যান্ড স্ক্যাপারেল্লির ইতিহাসে এই প্রথম শাড়ি তৈরি করেছে তারা। এই হুডেড ব্লাউজের কাস্টম শাড়িটি রূপালি আর ইলেকট্রিক ব্লু রঙের সমন্বয়ে তৈরি।
স্ট্রাকচার্ড রূপালি ব্লাউজের হুডটি এই আউটফিটকে দিয়েছে অনন্য কতুর লুক। কোমরের কাছে আবেদনময় ড্রেপিংয়ে আকর্ষণ যোগ করেছে বড় রূপালি ব্রুচ। ১৯৩৫ সালের কাপুরতলার রানি সীতা দেবীর লুক থেকে অনুপ্রেরণা নিয়ে স্ক্যাপারেল্লির প্রথম শাড়ি তৈরি করা হয়েছে। হীরার দুই লহরের হার, স্টাড দুল আর চৌকো কাটের টিকলি পরেছেন ইশা এর সঙ্গে।
বড় বউ শ্লোকা আম্বানি টামারা র্যালফের কাস্টম শাড়ি পরেছেন সঙ্গীতের রাতে। ঐতিহ্য আর আধুনিকতার মিশেল বলা যায় এই অনসম্বলকে৷ এতে ক্ল্যাসিক আর আধুনিক দুই ধরনের উপকরণই রয়েছে। আইভরি শেডের শাড়িটি এক্সক্লুসিভ। বানানো হয়েছে শ্লোকার জন্যই। ড্রেপিংয়ে আধুনিক আমেজের সিলোয়েট রাখা হয়েছে। ঘের আর আঁচল ফ্লোর টাচের চেয়েও দীর্ঘ।
গ্যাদার্ড ফেব্রিক স্তুপ হয়ে আছে মেঝেতে। শাড়িতে কারুকাজ করা হয়েছে ফুলেল ডিজাইনে। পুঁতি বসানো আছে আঁচলে। ভারি কারুকার্য করা হলটারনেক ব্লাউজটিই এই লুকের স্টেটমেন্ট পিস৷
ব্যাকলেস ব্লাউজের বডিতে মুক্তার কাজ৷ আর পেছনে বসানো আছে চারটি ট্রেন্ডি ঝলমলে বো। কানের লম্বা ঝুলের দুল আর হাতের রতনচূড় নজর কাড়ছে৷
সঙ্গীতের অনুষ্ঠানের পর আফটার পার্টির জন্য মনীশ মালহোত্রার চেইনমেইল শাড়ি পরেছেন কনে রাধিকা মার্চেন্ট। তারকা স্টাইলিস্ট রিয়া কাপুরের স্টাইলিংয়ের কথাও আলাদা করে বলতে হয়।
গানমেটাল দিয়ে তৈরি ধাতব শাড়িটি পরিয়ে দিয়েছেন ডলি জৈন। ভাবতেই অবাক লাগে আসলে ধাতব শাড়ির কথা। ক্ষুদ্রাতিক্ষুদ্র গানমেটালের পাতের সঙ্গে চেইন জুড়ে জুড়ে বানানো হয়েছে এটি। একে চেইনমেইল স্ট্রাকচার বলে৷ অফ দ্য শোল্ডার টপ পরেছেন রাধিকা শাড়ির সঙ্গে মিলিয়ে। সঙ্গে রয়েছে হীরার নেকপিস,ব্রেসলেট।