প্রেমময় মুহূর্তে ফ্রেমবন্দী তিন তারকা-দম্পতি
শেয়ার করুন
ফলো করুন

কেউ সদ্য বিয়ে করেছেন, কেউ বিয়ের পর একান্তে সময় কাটাতে বেরিয়ে পড়েছেন অবকাশ যাপনে, আবার কেউ বিবাহবার্ষিকীর উদ্‌যাপনে মেতে উঠেছেন। বলছি বাংলাদেশের তারকা দম্পতিদের কথা। সময়টা এখন ভালোবাসার দখলে। তাই প্রিয় মানুষের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তাঁরা। রইল বিস্তারিত

অবকাশ যাপনে রোজা-তাহসান

১/১২
যুক্তরাষ্ট্রের  ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কে ফ্রেমবন্দী হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শিল্পী রোজা আহেমদ। ছবিটি রোজা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘একটি নিখুঁত মিশ্রণ: প্রেম কফি এবং প্রকৃতি।’
যুক্তরাষ্ট্রের  ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কে ফ্রেমবন্দী হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শিল্পী রোজা আহেমদ। ছবিটি রোজা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘একটি নিখুঁত মিশ্রণ: প্রেম কফি এবং প্রকৃতি।’
২/১২
চলতি বছরের জানুয়ারিতেই বিয়ে হয়েছে তাঁদের। তাই  সময় কাটাতে অবকাশ যাপনে বেরিয়ে পড়েছেন। সেলফিতে বন্দী করে রাখছেন একান্ত স্মৃতি।
চলতি বছরের জানুয়ারিতেই বিয়ে হয়েছে তাঁদের। তাই  সময় কাটাতে অবকাশ যাপনে বেরিয়ে পড়েছেন। সেলফিতে বন্দী করে রাখছেন একান্ত স্মৃতি।
৩/১২
রোজার পরনে ডার্ক টিল গ্রিন লং ফ্লিস কোট। অন্যদিকে নেভি ব্লু সোয়েটারের ওপর তাহসান পরেছেন সবুজ পাফার ভেস্ট।
রোজার পরনে ডার্ক টিল গ্রিন লং ফ্লিস কোট। অন্যদিকে নেভি ব্লু সোয়েটারের ওপর তাহসান পরেছেন সবুজ পাফার ভেস্ট।
৪/১২
ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দুজন।
ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দুজন।
বিজ্ঞাপন

বিবাহবার্ষিকী উদ্‌যাপনে টয়া-শাওন

৫/১২
পঞ্চম বিবাহবার্ষিকীতে মাঝনদীতে এভাবেই ফ্রেমবন্দী হয়েছেন তারকা দম্পতি। ভালোবাসার প্রতীক হিসেবে কিউট কেকটি কেটেছেন তাঁরা। নিজেদের নামের প্রথম অক্ষর কেকে স্থান পেয়েছে।
পঞ্চম বিবাহবার্ষিকীতে মাঝনদীতে এভাবেই ফ্রেমবন্দী হয়েছেন তারকা দম্পতি। ভালোবাসার প্রতীক হিসেবে কিউট কেকটি কেটেছেন তাঁরা। নিজেদের নামের প্রথম অক্ষর কেকে স্থান পেয়েছে।
৬/১২
খুনসুটিতে মেতে উঠেছেন তাঁরা।
খুনসুটিতে মেতে উঠেছেন তাঁরা।
৭/১২
আকর্ষণীয় ফ্লোরাল ড্রেসের সঙ্গে স্মল ক্যাট আই ভিনটেজ স্টাইলের সানগ্লাস পরেছেন টয়া। মিনিমাল জুয়েলারি ও এক্সেসরিজে সেজেছেন। আর শাওন পরেছেন সাদা পোলো শার্ট ও নীল শর্টস
আকর্ষণীয় ফ্লোরাল ড্রেসের সঙ্গে স্মল ক্যাট আই ভিনটেজ স্টাইলের সানগ্লাস পরেছেন টয়া। মিনিমাল জুয়েলারি ও এক্সেসরিজে সেজেছেন। আর শাওন পরেছেন সাদা পোলো শার্ট ও নীল শর্টস
বিজ্ঞাপন

নবদম্পতি মেহজাবীন-আদনান

৮/১২
হাস্যোজ্জল নবদম্পতি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। অভিনেত্রী ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম।’
হাস্যোজ্জল নবদম্পতি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। অভিনেত্রী ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম।’
৯/১২
মায়ের আক্‌দের দিনের শাড়ি বেছে নিয়েছেন মেহজাবীন তাঁর বিশেষ দিনে।
মায়ের আক্‌দের দিনের শাড়ি বেছে নিয়েছেন মেহজাবীন তাঁর বিশেষ দিনে।
১০/১২
অভিনেত্রী জানান, ‘আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’
অভিনেত্রী জানান, ‘আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’
১১/১২
মিনিমাল মেকআপে তিনি ভরসা রেখেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে। শাড়ির সঙ্গে পরেছেন সাদা পাথর ও মুক্তার আকর্ষণীয় জুয়েলারি।
মিনিমাল মেকআপে তিনি ভরসা রেখেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে। শাড়ির সঙ্গে পরেছেন সাদা পাথর ও মুক্তার আকর্ষণীয় জুয়েলারি।
১২/১২
দুজনের সাজপোশাকেই প্রকাশ পেয়েছে চোখজুড়ানো আভিজাত্যপূর্ণ ও এথনিক আমেজ।
দুজনের সাজপোশাকেই প্রকাশ পেয়েছে চোখজুড়ানো আভিজাত্যপূর্ণ ও এথনিক আমেজ।
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮: ০১
বিজ্ঞাপন