কলকাতার মিষ্টি মেয়ে আর জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে কমবেশি সবাই চেনে। সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব তিনি। দিনযাপনের আপডেট দেন তিনি ভক্তদের সবসময়। নানা জায়গায় বিভিন্ন সময়ের ছবি আর রিলসও ভাগ করে নেন তিনি। নিজেকে আর আশেপাশের সবাইকে হাসিখুশি, ইতিবাচক মনোভাবে বাঁচার অনুপ্রেরণা দেওয়া তাঁর একটা বড় গুণ। অভিনেত্রী তার ফ্যাশনের ব্যপারেও বেশ সচেতন। যেকোনো অনুষ্ঠান, ইভেন্ট, পার্টি এমনকি অবকাশ যাপনের আউটফিটগুলোও হওয়া চাই পারফেক্ট। আর তিনি যেটাই পরেন, তাতেই যেন মানিয়ে যায় শতভাগ। সম্প্রতি ঘুরতে গিয়েছেন ভারতের গ্যাংটকে। সেখানে সবসময়ই ঠান্ডা থাকে৷ তবুও বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা হাতে আবার কখনো ছাতা ছাড়া ছবি দিয়ে দেবচন্দ্রিমা মন মাতালেন সবার এই গরমে।
ছবি: দেবচন্দ্রিমার ইন্সটাগ্রাম