শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে পাকাপোক্ত আসন গেড়েছেন বেশ আগেই। নানা বিতর্কের মধ্যে থাকলেও অভিনেত্রীর আবেদনময় ফিগার আর স্টাইলিশ সব লুক যেন আপন রূপেই উদ্ভাসিত সব সময়। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে লালগালিচা সবখানেই তিনি বিশেষভাবে নজর কাড়েন ফ্যাশনপ্রেমীদের।
সম্প্রতি অভিনেত্রীর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ঝড় তুলেছে। সাদাপোশাকে সমুদ্রবিলাস উপভোগ করার মুহূর্তে তিনি ফ্রেমবন্দী হয়েছেন। একটি লুকে তাঁকে দেখা যাচ্ছে সাদা সুইম স্যুটে।
আরেক লুকে পরেছেন সাদা মিনি ড্রেস। দুটি লুকেই আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী। মালদ্বীপের রিসোর্টগুলোর আদলে তৈরি সৌদি আরবের রেড সির বিলাসবহুল রিসোর্ট সম্প্রতি ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে। সেখানেই শ্রীলঙ্কান সুন্দরী ক্যামেরায় ধরা দিয়েছেন।
প্রথম লুকে অভিনেত্রী পরেছেন আবেদন ছড়ানো সাদা সুইমস্যুট। কখনো তাঁকে দেখা যাচ্ছে বিচ চেয়ারে বসে বই পড়তে, এ সময় অনুষঙ্গ হিসেবে মাথায় পরেছেন ওভারসাইজড সান হ্যাট।
কখনো আবার সমুদ্রস্নানে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। ভেজা চুল, ফেক ফ্রেকেলস মেকআপ, হাতে বিডেড ব্রেসলেট আর লাল নেইলপলিশের মোহময়ী লুকে অন্য রকম সুন্দর লাগছে জ্যাকুলিনকে।
সমুদ্রস্নান সেরে তিনি আরেকটি লুকে ধরা দিয়েছেন। এই ছবিগুলোও রীতিমতো ভাইরাল। সাদা মিনি ড্রেসে তাঁকে দেখে ফ্যাশনপ্রেমী ভক্তরাও যেন কুপোকাত।
ড্রেসটি অফ দ্য শোল্ডার স্টাইলেও তাঁকে পরতে দেখা গেছে। ছেড়ে রাখা হেয়ারস্টাইল আর এই আউটফিটের সঙ্গে তিনি বেছে নিয়েছেন কালো সানগ্লাস। নো মেকআপ লুকে তাঁকে একদম ন্যাচারাল লাগছে।
কখনো অভিনেত্রী হেঁটে বেড়াচ্ছেন সমুদ্রতীরে, কখনো সাইকেল চালাচ্ছেন আবার কখনো রৌদ্রবিলাস উপভোগ করছেন বালুর বিছানায় বসে। বোঝাই যাচ্ছে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
ছবি: ইন্সটাগ্রাম