স্নিগ্ধতায় কেয়া পায়েল
শেয়ার করুন
ফলো করুন

স্নিগ্ধতায় ধরা দিয়েছেন হালের জনপ্রিয় তারকা কেয়া পায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।বাংলাদেশের টেলিভিশন জগতের জনপ্রিয় ও চর্চিত মুখ কেয়া আক্তার পায়েল। তবে কেয়া পায়েল নামেই তাঁকে সবাই চেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। বিভিন্ন রকম সাজপোশাকে তাঁকে দেখা যায় প্রায়ই।

সম্প্রতি অভিনেত্রী তাঁর কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি সেজেছেন স্নিগ্ধতায়। প্যাস্টেল নীল রঙের সুতি শাড়িতে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনেও তিনি লিখেছেন—‘স্নিগ্ধতা’।

বিজ্ঞাপন

হালকা নীলের পুরো জমিনে রয়েছে ছোট ছোট সাদা বুটির নকশা। সাদা ও সিলভার রঙের মিশেলের পাড়ে ফুটে উঠেছে গোলাপ ফুলের মোটিফ। এই শাড়ির সঙ্গে সাদা কুশি কাটার ব্লাউজ বেছে নিয়েছেন অভিনেত্রী। ফরমাল স্টাইলে পরা শাড়ির সঙ্গে সেজেছেন গরমের মানানসই ন্যুড মেকআপে।

চোখে কালো আইলাইনার আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকের সঙ্গে নাকে পরেছেন এক পাথরের সাদা নাকফুল। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় পরেছেন সোনার চেইন ও কানে অক্সিডাইস আর ম্যাজেন্টা পাথরের ঝোলানো দুল। সবশেষে দুহাতে সোনালি চুড়ি আর আংটিও পরেছেন। এই সাজপোশাকেই ধরা দিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী।

ছবিঃ ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১০: ৩৯
বিজ্ঞাপন