দেশের চলচ্চিত্র অঙ্গনের মূল ধারার সুন্দরী ও আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে পূজা চেরির আছে আলাদা কদর। তাঁর মুভির পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই।
আর পূজা চেরি সাধারণত শাড়ি বা এথনিকওয়্যারে সবার সামনে এলেও পশ্চিমা পোশাকেো সমান আকর্ষণীয় তিনি।
পূজা চেরির পরনের সাদা টপটি বেশ নিরীক্ষাধর্মী। স্ট্রেচেবল ভিসকস ধরনের ফেব্রিক পেঁচিয়ে নট প্যাটার্নে ধবধবে সাদা স্লিভলেস টপটি তৈরি করা হয়েছে। দেহের মাঝের অংশের আকর্ষণীয় প্রদর্শনে টপটির ডিজাইন দারুণ ভূমিকা রেখেছে।
এর সঙ্গে হাই ওয়েস্ট ডেনিম ট্রাউজার্স পরেছেন পূজা। লালচে বাদামি হাইলাইটস দেওয়া খোলা চুল আর গোলাপি ঠোঁটের মিনিমাল মেকআপ লুকে পূজাকে এককথায় লাগছে অত্যন্ত আকর্ষণীয়।
পূজা চেরির দ্বিতীয় লুকটি যেন চোখের জন্য এক ট্রিট স্বরূপ। চারকোনা নেকলাইনের ক্রিম রঙা স্লিভলেস জামাটিতে চোখ জুড়ানো ফুলেল ছাপা। কাঁধের স্ট্রিপে বো বাঁধা। ছোট দৈর্ঘ্যের কিউট ড্রেসটিতে দুই লেয়ারের ঘের।
কানের হুপ স্টাইলের বড় ইয়াররিংয়ে পোশাকের সঙ্গে ম্যাচিং ডিজাইন। আর কোথাও কোনো অনুষঙ্গ নেই। কালো নেলপলিশে আর গোলাপি লিপস্টিকের সাজ। চুল পেছনে বাঁধা। খোলামেলা আর সংক্ষিপ্ত ড্রেসটিতে পূজার ঈর্ষণীয় রকমের সুন্দর ত্বক নজর কাড়ছে।
ওয়ান শোল্ডার গাউনটি খুব হালকা মভ শেডের। এক কাঁধের শিয়ার ফেব্রিক থেকে ফুলস্লিভ নেমে গিয়েছে। পুরো দৈর্ঘ্যের গাউনে সাইড স্লিট আর ছড়ানো ঘের।
ওয়েট লুকের স্লিক হেয়ারস্টাইল আর টকটকে লাল লিপস্টিপ বেছে নিয়েছেন এখানে পূজা। পায়ে রেট্রো জমানার স্টাইলে স্ট্রিং প্যাঁচানো কালো জুতা।
রংচঙে কো-অর্ড সেটের সঙ্গে রয়েল ব্লু টপ পরেছেন পূজা। স্যুটের জ্যাকেটে সিঙ্গেল লেপেল আর প্যান্টটি কিছুটা শর্ট।
ন্যুড রঙা পাম্প হিলস বেছে নিয়েছেন পূজা এর সঙ্গে পরতে। কানে স্টেটমেন্ট দুল আর খোলা চুলে আবেদন ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী।
ছবি: পূজা চেরীর ইন্সটাগ্রাম