বিয়ের সাজপোশাকে বিদ্যা সিনহা মিম
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি শেয়ার করা বিদ্যা সিনহা মীমের ছবিগুলো দেখে যে কারোরই চোখ আটকে যাবে। লাল টুকটুকে বিয়ের সাজে, কনে বেশে বসে আছেন অভিনেত্রী। তারপর ক্যামেরায় ধরা দিয়েছেন নানা ভঙ্গিমায়। তাঁর সাজপোশাকে ফুটে উঠেছে জমকালো আর অভিজাত ভাব।

সত্যিকারের বিয়ের গাঁটছড়া বেঁধেছেন মীম অনেক দিন আগেই। তবে সম্প্রতি মেরুন লাল লেহেঙ্গা পরা বিয়ের সাজের জন্য তিনি আবারও ফ্যাশনিস্তা ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। এটা ছিল মূলত ফটোশুট। ছবিগুলো অভিনেত্রী তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে মন্তব্য বাক্স ভরে গেছে প্রশংসার বন্যায়।

বিজ্ঞাপন

প্রথমে আসা যাক পোশাকের বর্ণনায়। একদম ভারী কাজের জমকালো আউটফিট পরেছেন অভিনেত্রী। ফুলস্লিভ লেহেঙ্গাজুড়ে রয়েছে ছোট–বড় মাঝারি ফ্লোরাল মোটিফের নিখুঁত ও সূক্ষ্ম কাজ। নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে সোনালি সিকুইন, পুঁতি আর সুতার বুননে।

লেহেঙ্গাই নয় শুধু, দোপাট্টার বর্ডার লাইনেও রয়েছে ছোট ছোট ফুলের সুন্দর সোনালি নকশা। আর জমিনে রয়েছে সিকুইনের হালকা কাজ। লেহেঙ্গার বটম অংশের রং আর নকশাটা ভিন্ন আবেদন এনেছে। ডার্ক মেরুন জমিনে করা হয়েছে সোনালি পাতার মোটিফ। এখানেই শেষ নয়। এই আউটফিটের সঙ্গে মিম মাথায় পরেছেন আকর্ষণীয় ডিজাইনের জড়ির লেস আর সিকুইনে সজ্জিত লাল ওড়না।

বিজ্ঞাপন

এবার আসা যাক আউটফিটের সঙ্গে মিম সেজেছেন কীভাবে। পুরো সাজের লক্ষণীয় দিক হলো, অভিনেত্রীর ন্যুড মেকআপ। ম্যাট ফিনিশ মেকআপে নজর কেড়েছে তাঁর মোহময় চোখ। চোখের সাজে বরাবরই খেয়াল রাখেন মিম।

কাজলকালো চোখ সাজিয়েছেন তিনি রোজ গোল্ড আইশ্যাডোতে। সঙ্গে পরেছেন আইল্যাশ আর ঠোঁট সাজিয়েছেন ন্যুড লিপস্টিকে। গালে দিয়েছেন হালকা গোলাপি ব্লাশঅনের ছোঁয়া। সাজের সঙ্গে অভিনেত্রীর পরনের গয়না নির্বাচনও সমান প্রশংসা পেয়েছে ভক্তদের কাছে।

মুক্তা আর সবুজ পাথরের ছোঁয়া রয়েছে গয়নাগুলোয়। মাথায় টিকলি আর এক পাশে ঝাপটা পরেছেন তিনি। এক হাতে পরেছেন বালা ও আংটি, অন্য হাতে পরেছেন রতনচূড়। নেকপিস হিসেবে মিম বেছে নিয়েছেন ভারী নকশার চোকার। লাল পোশাকে সোনালি ছোঁয়া, গয়নার নকশায় আধুনিক ও সাবেকি ঢং—সবই উঠে এসেছে মিমের সাম্প্রতিক ছবিগুলোয়।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন