বলিউডের জেন-জি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডে। অভিনয় দক্ষতা নিয়ে খুব কথা না হলেও এই তারকা-তনয়ার ফ্যাশন থাকে আলোচনার তুঙ্গে। সুপারফিট এই বলিউড সুন্দরীকে প্রায়ই দেখা যায় চোখধাঁধানো সব সাজপোশাকে। সম্প্রতি প্রেমিক আদিত্য রায় কাপুরের সঙ্গে ব্রেক আপের গুঞ্জন শোনা যাচ্ছে অনন্যার। আদিত্য নিজেও জনপ্রিয় বলিউড অভিনেতা। সরাসরি কিছু না বললেও অনন্যার মাঝে কোথাও একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন ভক্তরা। কিছুদিন আগে বিষন্নতায় ভরা ইন্সটা-স্টোরি শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর অতি সম্প্রতি যেন একটু অন্যরকম বোল্ড লুকে দেখা দিচ্ছেন অনন্যা ইন্সটাগ্রামের পোস্টগুলোতে। ব্রেক-আপের গুঞ্জনের মাঝে অনন্যার যত বোল্ড রূপ দেখে নেওয়া যাক তবে এবারে তাঁর ইন্সটাগ্রাম থেকে।