তামিল আর তেলেগু সিনেমায় বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন কাজল আগরওয়াল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের মতো দক্ষিণের কাজলও তাঁর প্রাণবন্ত হাসি আর মায়াময় মুখশ্রী দিয়ে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। প্রভাস থেকে শুরু করে অল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, মহেশ বাবুর মতো দক্ষিণি সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই ৩৯ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি বিয়ে করেছেন,মা হয়েছেন তিনি। ফিগারে কিছু হেরফের এলেও কাজলের আকর্ষণে ভাটা পড়েনি। ইন্সটাগ্রামে পোস্ট করা এই দক্ষিণি ডিভার নানা লুকের ছবিগুলো সে কথাই বলছে।