এখনকার শাড়ি ট্রেন্ডে ব্লাউজ আর কোনো অনুষঙ্গ নয়। আগে শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরা হতো। আর বর্তমান ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী স্টেটমেন্ট ব্লাউজ একটি শাড়ির লুককে নিয়ে যেতে পারে অন্য মাত্রায়।
আর আমাদের দেশের শাড়িপ্রেমী অভিনেত্রী রুনা খান এমন এক্সক্লুসিভ আর সমানে সমান লড়াই করা শাড়ি-ব্লাউজের সমন্বয়ে প্রায়ই চমকপ্রদ রূপে সামনে আসেন।
বিভিন্ন অনুষ্ঠান আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে আকর্ষণীয় ব্লাউজের বাহারে রুনা মন মাতাচ্ছেন সকলের সবসময়ই।
সম্প্রতি রুনা খানকে দেখা গেল তাকওয়া ইউএসএ এর শাড়ির সঙ্গে দেশের এক্সক্লুসিভ ব্লাউজের ফ্যাশন উদ্যোগ ডাস্টকোট: দ্য ব্লাউজ এর নজরকাড়া স্টেটমেন্ট ব্লাউজে। গোলাপি জামদানিটিতে লাল-নীল-আকাশী-রূপালি বুননের কাজ। ব্লাউজটি একই কালার প্যালেট ব্যবহার করে তৈরি হলেও নজর কাড়ছে আলাদাভাবে।
আনার কলি খানের ডিজাইন করা দারুণ ফিটিংয়ের ব্লাউজটি আকর্ষণীয় ফিগারের অধিকারী রুনাকে খুব মানিয়েছে।
ইন্সটাগ্রামের এই ছবিগুলোতে অত্যন্ত আবেদনময়ী লাগছে তাঁকে। ডিপ নেকলাইন, ব্যাকলেস ও স্লিভলেস ডিজাইনে বর্ণিল স্ট্রিং যোগ করেছে অন্য মাত্রা। ফুলেল আর ফেদার ডিটেইলিং রয়েছে ব্লাউজের কাজে।
পুরো লুকে পূর্ণতা দিতে রূপালি ক্ল্যাসিক ঝুমকা আর নজরকাড়া রূপালি ব্যাগ সঙ্গে রেখেছেন রুনা খান।
মেক আপের বাড়াবাড়ি নেই। গরমে স্বস্তি দিচ্ছে তাই লুকটি। খোলা চুলের সঙ্গে ন্যুড লিপকালারে সাজ সেরেছেন এই অভিনেত্রী।
ছবি: রুনা খান