চেনাই যাচ্ছে না বলিউডের কমেডি কিং মামার ভাগনে এই জনপ্রিয় কমেডিয়ানকে
শেয়ার করুন
ফলো করুন

ভারতের কমেডি ঘরানার বিনোদন ইন্ডাস্ট্রি এখন রমরমা। কপিল শর্মা একাই এক ঝাঁক অত্যন্ত মেধাবী কমেডিয়ানকে সঙ্গে করে এগিয়ে নিয়ে গিয়েছেন নিজেকে। তাঁদের মধ্যে আলাদা আবেদন আছে কৃষ্ণা অভিষেকের। সুদর্শন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান হাসির রোল তুলতে পারেন যেকোনো সময়। আর তাঁর মামা হচ্ছেন বলিউডের কমেডি কিং গোবিন্দ। অভিনেত্রী কাশ্মীরা শাহকে বিয়ে করেছেন কৃষ্ণা ১৭ বছর হলো। ইদানিং নিজের ফিটনেস নিয়ে খুব সিরিয়াস তিনি। দীর্ঘদেহী এই হ্যান্ডসাম কমেডিয়ানকে যেন চেনাই যাচ্ছে না পেশীবহুল লুকে।spdy

১/৯
ছবির এই স্পাইকি চুলের, শেডস চোখে বোতাম খোলা শার্টের কৃষ্ণা যেন অনেকটাই অচেনা ভক্তদের কাছে
ছবির এই স্পাইকি চুলের, শেডস চোখে বোতাম খোলা শার্টের কৃষ্ণা যেন অনেকটাই অচেনা ভক্তদের কাছে
বিজ্ঞাপন
২/৯
বলিউডের কমেডি কিং গোবিন্দ তাঁর মামা
বলিউডের কমেডি কিং গোবিন্দ তাঁর মামা
বিজ্ঞাপন
৩/৯
আজকাল শরীরচর্চা করে নিজেকে সুপারফিট করে তুলেছেন তিনি। স্লিভলেস ভেস্ট ছাপিয়ে নজরকাড়া পেশীবহুল বডি তাই বলছে
আজকাল শরীরচর্চা করে নিজেকে সুপারফিট করে তুলেছেন তিনি। স্লিভলেস ভেস্ট ছাপিয়ে নজরকাড়া পেশীবহুল বডি তাই বলছে
৪/৯
ওয়ার্ক আউট করার এই ছবিগুলো দিয়ে তিনি বচলছেন, সিনেমা এখনো শেষ হয় নি।
ওয়ার্ক আউট করার এই ছবিগুলো দিয়ে তিনি বচলছেন, সিনেমা এখনো শেষ হয় নি।
৫/৯
নিজের শরীরকে মেদহীন ও পেশীবহুল করে গড়ে তুলতে প্রচুর সাধনা করছেন তিনি
নিজের শরীরকে মেদহীন ও পেশীবহুল করে গড়ে তুলতে প্রচুর সাধনা করছেন তিনি
৬/৯
ক্লিনশেভের বদলে এমন লুকে দেখা দিচ্ছেন কৃষ্ণা। সানগ্লাস আছে সঙ্গে। চোয়ালের শক্ত ভাবে জ লাইন স্পষ্ট
ক্লিনশেভের বদলে এমন লুকে দেখা দিচ্ছেন কৃষ্ণা। সানগ্লাস আছে সঙ্গে। চোয়ালের শক্ত ভাবে জ লাইন স্পষ্ট
৭/৯
স্টাইলিঙে রাফ অ্যান্ড টাফ ভাব আনছেন তিনি
স্টাইলিঙে রাফ অ্যান্ড টাফ ভাব আনছেন তিনি
৮/৯
কুর্তার এথনিক লুকেও ফুটে উঠছে ফিটনেস
কুর্তার এথনিক লুকেও ফুটে উঠছে ফিটনেস
৯/৯
চল্লিশ পেরোনো কৃষ্ণার এই তারুণ্যদীপ্ত লুক সবাই খুবই পছন্দ করছেন।
চল্লিশ পেরোনো কৃষ্ণার এই তারুণ্যদীপ্ত লুক সবাই খুবই পছন্দ করছেন।

ছবি: কৃষ্ণা অভিষেকের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬: ০৫
বিজ্ঞাপন