ভারতের কমেডি ঘরানার বিনোদন ইন্ডাস্ট্রি এখন রমরমা। কপিল শর্মা একাই এক ঝাঁক অত্যন্ত মেধাবী কমেডিয়ানকে সঙ্গে করে এগিয়ে নিয়ে গিয়েছেন নিজেকে। তাঁদের মধ্যে আলাদা আবেদন আছে কৃষ্ণা অভিষেকের। সুদর্শন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান হাসির রোল তুলতে পারেন যেকোনো সময়। আর তাঁর মামা হচ্ছেন বলিউডের কমেডি কিং গোবিন্দ। অভিনেত্রী কাশ্মীরা শাহকে বিয়ে করেছেন কৃষ্ণা ১৭ বছর হলো। ইদানিং নিজের ফিটনেস নিয়ে খুব সিরিয়াস তিনি। দীর্ঘদেহী এই হ্যান্ডসাম কমেডিয়ানকে যেন চেনাই যাচ্ছে না পেশীবহুল লুকে।spdy
ছবি: কৃষ্ণা অভিষেকের ইন্সটাগ্রাম