সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবেদনময় সৌন্দর্যে মজে থাকেন সকলেই। প্রায়ই তাঁকে আমরা দেখি নানা আকর্ষণীয় পোশাকে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করতে। সম্প্রতি সাদা-কালো লুকে নজর কেড়েছেন তিনি। মিমির চমৎকার ফিগারে সব পোশাকই মানিয়ে যায় খুব। তবে সাদা-কালোর এই লুকগুলো সত্যিই খুব আবেদনময়।
ছবি: মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম