সাদা-কালোয় আবেদনময়ী মিমি
শেয়ার করুন
ফলো করুন

সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবেদনময় সৌন্দর্যে মজে থাকেন সকলেই। প্রায়ই তাঁকে আমরা দেখি নানা আকর্ষণীয় পোশাকে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করতে। সম্প্রতি সাদা-কালো লুকে নজর কেড়েছেন তিনি। মিমির চমৎকার ফিগারে সব পোশাকই মানিয়ে যায় খুব। তবে সাদা-কালোর এই লুকগুলো সত্যিই খুব আবেদনময়।

১/১১
অল ব্ল্যাক এই লুকে মিমি চোখ ধাঁধাচ্ছেন একেবারে। পরেছেন কালো ব্রালেট ও লো রাইজ স্কার্টের সঙ্গে উইংড কেপ
অল ব্ল্যাক এই লুকে মিমি চোখ ধাঁধাচ্ছেন একেবারে। পরেছেন কালো ব্রালেট ও লো রাইজ স্কার্টের সঙ্গে উইংড কেপ
বিজ্ঞাপন
২/১১
সাদা স্লিভলেস লং কোটির সঙ্গে সারং স্কার্ট পরেছেন মিমি
সাদা স্লিভলেস লং কোটির সঙ্গে সারং স্কার্ট পরেছেন মিমি
বিজ্ঞাপন
৩/১১
ফুলেল কারুকাজ করা বর্ডারের কালো শিফন শাড়ির সঙ্গে মিমিকে দেখা যাচ্ছে নুডল স্ট্র্যাপের কালো ব্রালেট ব্লাউজে
ফুলেল কারুকাজ করা বর্ডারের কালো শিফন শাড়ির সঙ্গে মিমিকে দেখা যাচ্ছে নুডল স্ট্র্যাপের কালো ব্রালেট ব্লাউজে
৪/১১
ওয়ান শোল্ডার সাদা টপে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী
ওয়ান শোল্ডার সাদা টপে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী
৫/১১
একেবারে ভি শেপ করে লো রাইজ ডিজাইন করা হয়েছে স্কার্টে। টপ ও স্কার্টের বর্ডারে আর কেপ জুড়ে সিকুইনের ছোঁয়া
একেবারে ভি শেপ করে লো রাইজ ডিজাইন করা হয়েছে স্কার্টে। টপ ও স্কার্টের বর্ডারে আর কেপ জুড়ে সিকুইনের ছোঁয়া
৬/১১
সারং স্কার্টে প্লিটের ব্যবহার রয়েছে স্লিভলেস কোটিটি একটি বোতাম দিয়ে সামনে আটকানো
সারং স্কার্টে প্লিটের ব্যবহার রয়েছে স্লিভলেস কোটিটি একটি বোতাম দিয়ে সামনে আটকানো
৭/১১
স্লিভলেস ব্লাউজের চমৎকার ফিটিং দেখা যাচ্ছে। আলাদা একটি রিবন দিয়ে ডিজাইনে বৈচিত্র্য আনা হয়েছে
স্লিভলেস ব্লাউজের চমৎকার ফিটিং দেখা যাচ্ছে। আলাদা একটি রিবন দিয়ে ডিজাইনে বৈচিত্র্য আনা হয়েছে
৮/১১
সিকুইনের কালো প্যান্ট পরেছেন মিমি সাদা টপ দিয়ে। চুলে পিগটেইল আর কানে শোনালি ঝোলানো দুল দেখা যাচ্ছে
সিকুইনের কালো প্যান্ট পরেছেন মিমি সাদা টপ দিয়ে। চুলে পিগটেইল আর কানে শোনালি ঝোলানো দুল দেখা যাচ্ছে
৯/১১
আলগা হাতে আপডু করা চুল। গলায় মিমি পরেছেন কয়েক লহরের সাদা পাথর ও মুক্তার নেকলেস। চোখে স্মোকি সাজ, সঙ্গে ন্যুড লিপকালার
আলগা হাতে আপডু করা চুল। গলায় মিমি পরেছেন কয়েক লহরের সাদা পাথর ও মুক্তার নেকলেস। চোখে স্মোকি সাজ, সঙ্গে ন্যুড লিপকালার
১০/১১
কালো শাড়িস সঙ্গে খোলা চুল মানিয়েছে খুব। সাজ খুবই হালকা রেখেছেন মিমি
কালো শাড়িস সঙ্গে খোলা চুল মানিয়েছে খুব। সাজ খুবই হালকা রেখেছেন মিমি
১১/১১
বোল্ড এই অল ব্ল্যাক লুকের সঙ্গে আসলে কিছুই লাগেনা। খোলা চুলের সঙ্গে স্টেটমেন্ট দুল বেছে নিয়েছেন মিমি
বোল্ড এই অল ব্ল্যাক লুকের সঙ্গে আসলে কিছুই লাগেনা। খোলা চুলের সঙ্গে স্টেটমেন্ট দুল বেছে নিয়েছেন মিমি

ছবি: মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫: ১৯
বিজ্ঞাপন