যেকোনো উৎসবে সাজপোশাক বিশেষ গুরুত্ব পায় সব সময়। তাই প্রিয় তারকাদের অনুপ্রেরণায় দাওয়াতের লুক বেছে নিতে পারেন এই ঈদে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার শাড়ির নানা লুক নিয়ে আজকের আয়োজন। এই অভিনেত্রী যে সাজগোজ করতে বেশ ভালোবাসেন, সে কথা বেশ বোঝা যায় তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলে। ছবির গল্পে তাঁর আকর্ষণীয় পার্টি আমেজের শাড়ির লুকগুলো দেখে আসি চলুন–