অচেনা লুকে জনপ্রিয় এই সুন্দরী অভিনেত্রীকে চিনতে পারছেন কি
শেয়ার করুন
ফলো করুন

পর্দার সুন্দরী নায়িকারা আমাদের খুব চেনা মানুষ হয়ে যান সময়ের সঙ্গে সঙ্গে। তাঁদের অভিনীত চরিত্রগুলোর সঙ্গে আমরা হাসি, কাঁদি বা প্রেমে পড়ি, বিরহে ভাসি। আবার পর্দার বাইরেও প্রিয় তারকাদের নানা রূপ আমাদেরকে মুগ্ধ করে। এক নজর দেখলেই চিনে যাই আমরা তাঁদেরকে। কিন্তু মাঝে মাঝে আমাদের চেনা তারকারাই বেশ অচেনা লুকে নিজেকে উপস্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দেন।

অত্যন্ত ব্যতিক্রমী লুকে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা
অত্যন্ত ব্যতিক্রমী লুকে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা

সবসময় এক লুকে দেখতে দেখতে এমন নতুন সাজপোশাকে দেখতে পেলে আমাদেরও বেশ ভালো লাগে। ঠিক এমনই এক অত্যন্ত ব্যতিক্রমী লুকে নতুন ফটোশ্যুটের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বিজ্ঞাপন

ঝলমলে সোনালি পাড়ের কালো শাড়ি পরেছেন তিশা। সঙ্গে খুব সরু সোনালি ট্রিম দেওয়া কালো স্লিভলেস ব্লাউজ।

ঝলমলে সোনালি পাড়ের কালো শাড়ি পরেছেন তিশা
ঝলমলে সোনালি পাড়ের কালো শাড়ি পরেছেন তিশা

জমকালো সোনার গয়না পরেছেন তানজিন তিশা এখানে। টানা দেওয়া কানপাশা, নেকপিস, হাতভর্তি বালা আর বাজুবন্ধের স্বর্ণালি আভায় রাজকীয় আমেজ এসে পুরো লুকে। মাঝসিঁথি করা খোলা চুলে পরিপাটি ভাব।

বিজ্ঞাপন

ডিপনেক ব্লাউজে আকর্ষণের পাল্লা ভারী হয়েছে নিঃসন্দেহে। সেই সঙ্গে মেকওভারটিও চমৎকার।

ডিপনেক ব্লাউজে আকর্ষণের পাল্লা ভারী হয়েছে
ডিপনেক ব্লাউজে আকর্ষণের পাল্লা ভারী হয়েছে

সচরাচর তানজিন তিশা সেভাবে সাজেন সেই ঘরানা থেকে আলাদা এই লুকটি। কিছুটা ডার্ক শেডের সেমি ম্যাট ফিনিশ দেখা যাচ্ছে। স্মোকি আইজ আর ছোট কালো টিপের সঙ্গে ম্যাট মেরুন লিপকালার ব্যবহার করা হয়েছে এখানে। সব মিলিয়ে বেশ অচেনা লাগছে তানজিন তিশাকে। তবে ব্যতিক্রমী লুকে একেবারে মোহনীয় আমেজ এনেছেন এই জনপ্রিয় অভিনেত্রী এখানে। আর কাঁধের পাখিটি পুরো ফটোশ্যুটে এনেছে অন্য মাত্রা।

ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম

আলোকচিত্রী: রনি রেজাউল

গয়না: হাউস অব বেঙ্গল

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৮: ০৭
বিজ্ঞাপন