সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বিদ্যা সিনহা মিমের অবকাশযাপনের বেশ কিছু ছবি। ভালোবাসা দিবসকে ঘিরে আর কিছুটা সময় একান্তে কাটাতে এবার ভ্রমণের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন মালদ্বীপকে। সেখানে একেক দিন তাঁকে ফ্রেমবন্দী হতে দেখা গেছে একেক লুকে। কখনো নীল, কখনো আবার লাল। অভিনেত্রী যেকোনো আউটফিটেই মানানসই। সমুদ্রবিলাসে তাঁর তিন লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন।