পূজায় বলিউড তারকাদের সাজপোশাক কেমন ছিল
শেয়ার করুন
ফলো করুন

শারদীয় দুর্গাপূজার বাদ্য বাজছে চারদিকে। এ আনন্দ আয়োজনে শামিল হয়েছেন ভারতীয় তারকারাও। বলিউডের অভিনেত্রী হলেও তাঁদের মধ্যে অনেকে বাঙালি। আর বাঙলিদের অনেকটা জুড়ে থাকে এই বিশেষ উৎসব। সারা বছর মুখিয়ে থাকার অবসান ঘটলে মা দুর্গা মর্ত্যে আসেন। তারপর পূজার কয়টা দিন সবাই মেতে ওঠেন আনন্দ উৎসবে। এ উপলক্ষে মণ্ডপে দেখা গেল স্বনামধন্য সব বলিউড অভিনেত্রীকে। মুম্বাইয়ের নর্থ সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলে তাঁরা ফ্রেমবন্দী হন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কাজের ব্যস্ততা থেকে ছুটি পেয়ে পূজার এই দিনে সবাই মিলিত হয়েছেন একসঙ্গে। রানী মুখার্জি, কাজল, সুস্মিতা সেন ছাড়াও এসেছিলেন বান্টি অউর বাবলি ২-এর তারকা শর্বরী ওয়াঘ, হেমা মালিনী, এশা দেওল ও কিয়ারা আদভানি। তাঁরা কে কেমন সাজপোশাকে এসেছিলেন দেখে নেওয়া যাক।

১/৬
 দুর্গাপূজার সঙ্গে শাড়ি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জনপ্রিয় তারকা অভিনেত্রী রানী মুখার্জি এসেছিলেন শাড়িতেই। মেটালিক সেমি শিয়ার শাড়িতে বেশ সুন্দর লাগছিল তাঁকে। এর সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি। গলায় পরেছেন রুবি চোকার নেকলেস, হাতে শাঁখা, পলা ও চুড়ি। এর সঙ্গে তাঁর সাজে ফুটে উঠেছে ঠোঁটের  সাহসী লাল লিপস্টিক, কাজল কালো চোখ আর পাথরের টিপ। মাঝ সিঁথি করা হেয়ারস্টাইলে খুব বেশি কারসাজি করেননি রানী। তাই বেছে নিয়েছেন লো বান।
দুর্গাপূজার সঙ্গে শাড়ি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জনপ্রিয় তারকা অভিনেত্রী রানী মুখার্জি এসেছিলেন শাড়িতেই। মেটালিক সেমি শিয়ার শাড়িতে বেশ সুন্দর লাগছিল তাঁকে। এর সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি। গলায় পরেছেন রুবি চোকার নেকলেস, হাতে শাঁখা, পলা ও চুড়ি। এর সঙ্গে তাঁর সাজে ফুটে উঠেছে ঠোঁটের  সাহসী লাল লিপস্টিক, কাজল কালো চোখ আর পাথরের টিপ। মাঝ সিঁথি করা হেয়ারস্টাইলে খুব বেশি কারসাজি করেননি রানী। তাই বেছে নিয়েছেন লো বান।
বিজ্ঞাপন
২/৬
 কাজল এসেছেন দেশি বার্বি হয়ে। হাল ফ্যাশনের তুঙ্গে থাকা ফুসিয়া গোলাপি শাড়ি পরেছেন তিনি। এর সঙ্গে স্লিভলেস ব্লাউজ জুটি বেঁধেছে তাঁর স্টাইলে। মনোক্রম শাড়ির জমিন আর পাড়ে রয়েছে জমকালো সিকুইনের কাজ। খুবই সিম্পলভাবে সেজেছেন তিনি, তাতে ফুটে উঠেছে এলিগেন্ট আমেজ। ন্যুড মেকআপ করেছেন আর দিয়েছেন চোখভর্তি কাজল। কপালে টিপ, চুলে খোঁপা আর গয়না হিসেবে বেছে নিয়েছনে স্টেটমেন্ট কানের দুল।
কাজল এসেছেন দেশি বার্বি হয়ে। হাল ফ্যাশনের তুঙ্গে থাকা ফুসিয়া গোলাপি শাড়ি পরেছেন তিনি। এর সঙ্গে স্লিভলেস ব্লাউজ জুটি বেঁধেছে তাঁর স্টাইলে। মনোক্রম শাড়ির জমিন আর পাড়ে রয়েছে জমকালো সিকুইনের কাজ। খুবই সিম্পলভাবে সেজেছেন তিনি, তাতে ফুটে উঠেছে এলিগেন্ট আমেজ। ন্যুড মেকআপ করেছেন আর দিয়েছেন চোখভর্তি কাজল। কপালে টিপ, চুলে খোঁপা আর গয়না হিসেবে বেছে নিয়েছনে স্টেটমেন্ট কানের দুল।
বিজ্ঞাপন
৩/৬
কিয়ারা আদভানি এসেছিলেন কলাপাতা সবুজ রঙের কুর্তা সেটে। সবুজ জমিনে খুব সুন্দর এমব্রয়ডারি করা। রয়েছে লেইস, সিকুইন আর মিরর ওয়ার্ক। জামা আর ওড়নায় একই নকশা ফুটে উঠেছে। অভিনেত্রী এই উজ্জ্বল সুন্দর পোশাকটির সঙ্গে সেজেছেন গ্লসি ন্যুড মেকআপে। ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপগ্লস, চোখে মাশকারা আর সুন্দর করে আঁকা ভ্রু যুগলের মাঝে শোভা পাচ্ছে মেজেন্টা রঙের ছোট টিপ। ছেড়ে রেখেছেন চুল। কানে পরেছেন গোল্ডেন সবুজ ঝুমকা। তাঁর হাতে শোভা বাড়িয়েছে মুক্তা আর গোল্ডের চুড়ি। এথনিক সাজপোশাকে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে।  
কিয়ারা আদভানি এসেছিলেন কলাপাতা সবুজ রঙের কুর্তা সেটে। সবুজ জমিনে খুব সুন্দর এমব্রয়ডারি করা। রয়েছে লেইস, সিকুইন আর মিরর ওয়ার্ক। জামা আর ওড়নায় একই নকশা ফুটে উঠেছে। অভিনেত্রী এই উজ্জ্বল সুন্দর পোশাকটির সঙ্গে সেজেছেন গ্লসি ন্যুড মেকআপে। ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপগ্লস, চোখে মাশকারা আর সুন্দর করে আঁকা ভ্রু যুগলের মাঝে শোভা পাচ্ছে মেজেন্টা রঙের ছোট টিপ। ছেড়ে রেখেছেন চুল। কানে পরেছেন গোল্ডেন সবুজ ঝুমকা। তাঁর হাতে শোভা বাড়িয়েছে মুক্তা আর গোল্ডের চুড়ি। এথনিক সাজপোশাকে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে।
৪/৬
অভিনেত্রী সুস্মিতা সেন বাঙালি। সে হিসেবে দুর্গাপূজা তাঁর জন্য বিশেষ উৎসব বটে। মুম্বাইয়ের নর্থ সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলে তিনি এসেছেন খুব সুন্দর গোলাপি রঙের বান্ধানি শাড়ি পরে। শাড়ির পাড়ে বসানো জমকালো বর্ডার উৎসবের আমেজ দিয়েছে অভিনেত্রীর লুকে। এর সঙ্গে গ্লাস হাতার গোলাপি ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। সেজেছেন বেশ স্নিগ্ধভাবে। চোখে কাজল আর ঠোঁটে দিয়েছেন গ্লসি পিঙ্ক লিপস্টিক। গলা খালি রেখে শুধু কানে পরেছেন ঝোলানো দুল আর হাতে একগুচ্ছ চুড়ি। আরামের সুবিধার্থে তিনি উঁচু করে পনিটেল করেছেন শেষে।
অভিনেত্রী সুস্মিতা সেন বাঙালি। সে হিসেবে দুর্গাপূজা তাঁর জন্য বিশেষ উৎসব বটে। মুম্বাইয়ের নর্থ সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলে তিনি এসেছেন খুব সুন্দর গোলাপি রঙের বান্ধানি শাড়ি পরে। শাড়ির পাড়ে বসানো জমকালো বর্ডার উৎসবের আমেজ দিয়েছে অভিনেত্রীর লুকে। এর সঙ্গে গ্লাস হাতার গোলাপি ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। সেজেছেন বেশ স্নিগ্ধভাবে। চোখে কাজল আর ঠোঁটে দিয়েছেন গ্লসি পিঙ্ক লিপস্টিক। গলা খালি রেখে শুধু কানে পরেছেন ঝোলানো দুল আর হাতে একগুচ্ছ চুড়ি। আরামের সুবিধার্থে তিনি উঁচু করে পনিটেল করেছেন শেষে।
৫/৬

 স্বনামধন্য অভিনেত্রী হেমা মালিনী ও কন্যা এশা দেওল ফ্রেমবন্দী হয়েছে একই সঙ্গে। মা-মেয়ে খুব সুন্দরভাবে সেজে এসেছিলেন। দুজনেই মণ্ডপে উপস্থিত হন শাড়িতে। জাঁকজমকপূর্ণ বেগুনি ও গোল্ডেন রঙের সিল্কের কাঞ্জিভরম পরেন হেমা মালিনী। এর সঙ্গে বেছে নিয়েছেন গোল্ডেন গয়না। আর এশা দেওল হাফহাতা সিকুইনড ব্লাউজের সঙ্গে পরেন একটি মেটালিক সেমি শিয়ার শাড়ি। তাঁর গলায় শোভা পাচ্ছে মুক্তার নেকপিস।
স্বনামধন্য অভিনেত্রী হেমা মালিনী ও কন্যা এশা দেওল ফ্রেমবন্দী হয়েছে একই সঙ্গে। মা-মেয়ে খুব সুন্দরভাবে সেজে এসেছিলেন। দুজনেই মণ্ডপে উপস্থিত হন শাড়িতে। জাঁকজমকপূর্ণ বেগুনি ও গোল্ডেন রঙের সিল্কের কাঞ্জিভরম পরেন হেমা মালিনী। এর সঙ্গে বেছে নিয়েছেন গোল্ডেন গয়না। আর এশা দেওল হাফহাতা সিকুইনড ব্লাউজের সঙ্গে পরেন একটি মেটালিক সেমি শিয়ার শাড়ি। তাঁর গলায় শোভা পাচ্ছে মুক্তার নেকপিস।
৬/৬
বান্টি অউর বাবলি ২–এর তারকা শর্বরী ওয়াঘ হাজির হন নিখুঁত সূচিকর্মে সজ্জিত হলুদ কুর্তা–পায়জামা সেটে। এই আউটফিটের সঙ্গে তিনি বেছে নেন মুক্তার চোকার নেকলেস ও দুল। এ ছবিতে তিনি ফ্রেমবন্দী হয়েছেন রানী মুখার্জির সঙ্গে।
বান্টি অউর বাবলি ২–এর তারকা শর্বরী ওয়াঘ হাজির হন নিখুঁত সূচিকর্মে সজ্জিত হলুদ কুর্তা–পায়জামা সেটে। এই আউটফিটের সঙ্গে তিনি বেছে নেন মুক্তার চোকার নেকলেস ও দুল। এ ছবিতে তিনি ফ্রেমবন্দী হয়েছেন রানী মুখার্জির সঙ্গে।
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন