মর্টিসিয়া অ্যাডামস লুকে মঞ্চে অ্যাডেল
শেয়ার করুন
ফলো করুন

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন অ্যাডেল। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি ও রাজনীতিবিদ—সবাই মেতে থাকেন তাঁর কণ্ঠের জাদুতে। যখনই অ্যাডেলের কোন নতুন গান বের হয়, তখনই সাড়া পড়ে যায়। তবে কিছুদিন ধরে তিনি আলোচনায় আছেন তাঁর অন্য রকম সাজের জন্য।

গত ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে বেশ ঘটা করে উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। এদিন সবাই নানাভাবে নিজেকে সাজিয়ে তোলেন। কেউ সাজেন কোনো কার্টুন বা এনিমে চরিত্রে, আবার কাউকে দেখা যায় কোনো সিনেমা বা টিভি সিরিজের জনপ্রিয় চরিত্র বা ইতিহাসের কোনো বিখ্যাত ব্যক্তিত্বের রূপে। হলিউডের সেলিব্রিটিরা কে কোন সাজে চমক দেখান, এটা দেখার জন্যই মুখিয়ে থাকেন ফ্যাশন–সমালোচক ও ভক্তকুলেরা। এ বছর সবার আগে হ্যালোইনের সাজে দেখা গিয়েছে অ্যাডেলকে। হ্যালোইন উৎসব শুরুর প্রাক্কালে লাস ভেগাসের বিলাসবহুল হোটেল সিজারস প্যালেসের কলোসিয়াম থিয়েটারে অনুষ্ঠিত তাঁর বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘উইকেন্ড উইথ অ্যাডেল’-এর মঞ্চে তিনি আসেন অ্যাডামস ফ্যামিলির আইকনিক চরিত্র মর্টিসিয়া অ্যাডামসের মতো গথ লুকে।

বিজ্ঞাপন

ওই দিন অ্যাডেল পরেছিলেন মর্টিসিয়া অ্যাডামসের মতো লম্বা কালো গাউন। ভেলভেটের গাউনে ছিল ভ্যাম্পায়ার-কলার নেকলাইন, লম্বা স্লিভ ও ট্রেইন। তিনি গাউনের সঙ্গে কোমরে পরেছিলেন সিলভার চেইন বেল্ট। অ্যাডেলের গয়নাগুলো ছিল দেখার মতো। মর্টিসিয়া অ্যাডামস চরিত্রকে হাতে কেবল একটি বড় কালো পাথরের আংটি বেশি পরতে দেখা যেত। এর সঙ্গে কখনো কখনো একটি বা দুটি রূপার আংটি থাকত। অ্যাডেল এখানে অবশ্য মর্টিসিয়া অ্যাডামসকে ছাড়িয়ে গেছেন। তিনি তাঁর আঙুলগুলো সাজিয়েছেন পাঁচ রকমের জাংক রিং বা আংটি দিয়ে। আর কানে পরেছিলেন সিলভার স্টেটমেন্ট ইয়াররিং।

অন্য সময় মঞ্চে অ্যাডেলকে ড্রামাটিক মেকআপে দেখা যায়, তবে এবার তিনি মর্টিসিয়া অ্যাডামসের মতো গথিক স্টাইল গ্ল্যামারস মেকআপে সেজেছেন। চেহারায় মর্টিসিয়ার ছাপ আনতে ভারী বেজের ওপর অনেক কন্ট্যুর ও ব্রোঞ্জার ব্যবহার করেছেন। চোখের সাজের জন্য ঘন করে আইলাইনার লাগিয়েছেন। আর ফলস বা স্ট্রিপ আইল্যাশের ওপর ঘন করে মাস্কারা দিয়েছেন। চোখের সাজ শেষ করেছেন মেটালিক টোনের সিলভার ও কালো আইশ্যাডো দিয়ে। ঠোঁট সাজিয়েছেন নব্বই দশক থেকে ফিরে আসা ট্রেন্ড বোল্ড লিপলাইনার দিয়ে। এই ক্ল্যাসিক ঠোঁটের সাজ করার জন্য অ্যাডেল গাঢ় বাদামি রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকেছেন। এরপর ঠোঁটে বুলিয়ে নিয়েছেন সেই শেডের দুই টোন হালকা লিপস্টিক। তাঁর ওপর দিয়েছেন লিপ গ্লস। অ্যাডেলের চুলের সাজটা হয়েছে একদম মর্টিসিয়া অ্যাডামসের মতো। এ জন্য তাঁর সোনালি চুলের ওপর চাপাতে হয়েছে লম্বা কালো স্লিক উইগ।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৮: ০২
বিজ্ঞাপন