শহরে স্বস্তিকা: শাড়ি, কাজল আর খোঁপায় গোঁজা ফুল
শেয়ার করুন
ফলো করুন

স্বস্তিকা মুখার্জির ভক্ত দুই বাংলাতেই সমানে সমান হবে। স্বস্তিকা বললেই আমাদের চোখে ভেসে ওঠে সাজপোশাকে খাঁটি বাঙালিয়ানা, পানপাতার মতো সুন্দর মুখশ্রী, কাজল দেওয়া ডাগর চোখ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের সমন্বিত রূপ। এখন সবার প্রিয় এই অভিনেত্রী ঢাকায়। এসেছেন দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের বিজয়ার পরে মুভির স্ক্রিনিং উপলক্ষে। আর এ উপলক্ষেই তাঁর দেখা মেলে ঢাকার জাতীর জাদুঘর প্রাঙ্গণে। শাড়ি, কাজল, চুড়ি আর খোঁপায় গোঁজা ফুলে স্বস্তিকা সত্যিই অপরূপা। এবার আলোকচিত্রী গোলাম রাউফুর তোলা ছবিতে এই বাঙালি ডিভার লুকের কিছু ঝলক দেখে নেওয়া যাক।

১/৭
সাজপোশাকে বাঙালিয়ানায় স্বস্তিকা মুখার্জিই সেরা
সাজপোশাকে বাঙালিয়ানায় স্বস্তিকা মুখার্জিই সেরা
বিজ্ঞাপন
২/৭
তসরের ঘিয়ে রঙা শাড়িতে ধুসর আর হালকা কমলা পাতার মতো প্যাটার্ন পাড়-আঁচলে বোনানো। ম্যাচিং ধূসর রেশমি ব্লাউজের পিঠ ঢাকা, উঁচু গলার ডিজাইনে ব্যক্তিত্ব ফুটে উঠেছে
তসরের ঘিয়ে রঙা শাড়িতে ধুসর আর হালকা কমলা পাতার মতো প্যাটার্ন পাড়-আঁচলে বোনানো। ম্যাচিং ধূসর রেশমি ব্লাউজের পিঠ ঢাকা, উঁচু গলার ডিজাইনে ব্যক্তিত্ব ফুটে উঠেছে
বিজ্ঞাপন
৩/৭
কপালে লাল টিপ , চোখে গাঢ় করে কাজল দেওয়া। মেরুন লিপকালারে সাজ সেরেছেন স্বস্তিকা। তবে তাঁর অভিব্যক্তিই মনে হয় এই অভিনেত্রীকে আলাদা করে সকলের চেয়ে।
কপালে লাল টিপ , চোখে গাঢ় করে কাজল দেওয়া। মেরুন লিপকালারে সাজ সেরেছেন স্বস্তিকা। তবে তাঁর অভিব্যক্তিই মনে হয় এই অভিনেত্রীকে আলাদা করে সকলের চেয়ে।
৪/৭
সামনে ব্যাংস আর পেছনে হাল্কয়া হাতে বাঁধা চুলের একপাশে গোঁজা সাদা চন্দ্রমল্লিকা। লম্বা ঝোলানো দুলে মুক্তার লহর নজর কাড়ছে।
সামনে ব্যাংস আর পেছনে হাল্কয়া হাতে বাঁধা চুলের একপাশে গোঁজা সাদা চন্দ্রমল্লিকা। লম্বা ঝোলানো দুলে মুক্তার লহর নজর কাড়ছে।
৫/৭
হাতে পরেছেন দুই রঙের দুটি বালা। আর কোনো গয়নার বাহুল্য নেই।
হাতে পরেছেন দুই রঙের দুটি বালা। আর কোনো গয়নার বাহুল্য নেই।
৬/৭
মোটা করে দেওয়া কাজলরেখায় সুনয়না স্বস্তিকা সত্যিই সুন্দর
মোটা করে দেওয়া কাজলরেখায় সুনয়না স্বস্তিকা সত্যিই সুন্দর
৭/৭
বাঙালি নারীর সহজাত সৌন্দর্যকেই অত্যন্ত আকর্ষণীয় রূপে তুলে ধরেছেন স্বস্তিকা মুখার্জি সবসময়ের মতো।
বাঙালি নারীর সহজাত সৌন্দর্যকেই অত্যন্ত আকর্ষণীয় রূপে তুলে ধরেছেন স্বস্তিকা মুখার্জি সবসময়ের মতো।
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৪: ০৮
বিজ্ঞাপন