পার্টি পোশাকে সাদিয়া আয়মানের হলদে পাখির সাজ
শেয়ার করুন
ফলো করুন

এবার বিশ্বব্যাপী ট্রেন্ডি কালার প্যালেটে উজ্জ্বল হলুদ অনেকটা এগিয়ে। চোখে পড়ার মতো এই রংটির এথনিক পার্টি পোশাকে পাওয়া যায় বাড়তি নজরকাড়ার ছুতো। তাই তো তারকা থেকে শুরু করে ফ্যাশনসচেতন নারীমাত্রই চোখ বন্ধ করে বেছে নিচ্ছেন উজ্জ্বল হলুদ ঝলমলে সব পোশাক।

নতুন প্রজন্মের জনপ্রিয় আর সুন্দরী অভিনেত্রী সাদিয়া আয়মানকেও এ রকমই এক জমকালো হলুদ লং ড্রেসের সঙ্গে ওড়নার সমন্বয়ে হলদে পাখির সাজে চমৎকার লাগছে।

বিজ্ঞাপন

স্লিভলেস ড্রেসটিতে নানা আকার ও শেপের সোনালি চুমকি, আয়না ও গোটাপাত্তির কাজ। মাঝারি নেকলাইন বেশ মানিয়ে গেছে সাদিয়ার শারীরিক গড়নের সঙ্গে। জর্জেটের ফ্লোওয়ি বড় ঘেরে চুমকির নিখুঁত কাজ। আয়নাও আছে সঙ্গে।

গলায় হলুদ ওড়না। ক্ল্যাসিক ঝুমকার নিচেও হলদে বিডস। হাতে সোনালি চেনের ঘড়ি। গোলাপি ঠোঁট আর খোলা বাদামি চুলের সঙ্গে সেমি ম্যাট মেকওভারে বাড়তি কিছুই নেই। সব মিলিয়ে পোশাকের নজরকাড়া হলুদ রংই এই পার্টিলুকের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন