সাফা, রুনা ও টয়ার গ্ল্যামারাস লুক
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন আর স্টাইলের সঙ্গে গ্ল্যামারের রয়েছে এক সুস্পষ্ট তফাত। গ্ল্যামারে আছে আকর্ষণ আর সম্মোহনী কিছু ব্যাপার। আবার সেই সঙ্গে গ্ল্যামারাস লুক মানে চোখধাঁধানো ব্যাপারস্যাপার। যেন নজর কেড়ে নেয় সহজেই। পোশাক আর মেকওভার তো বটেই, বডি ল্যাঙ্গুয়েজের বদৌলতে গ্ল্যামার সূচকে অনেকটা এগিয়ে যায় অনেক লুক। তেমনই কিছু গ্ল্যামারাস লুকে সম্প্রতি দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান, সাফা কবির ও মুমতাহিনা টয়াকে। ছবিগুলো তাঁদের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিজ্ঞাপন
১/১০
ফো লেদারের অল ব্ল্যাক আউটফিট মানেই আকর্ষণীয় লুক। সাফার ফিটেড প্যান্ট, ক্রপ টপ আর লম্বা কোট সে কথাই বলছে
ফো লেদারের অল ব্ল্যাক আউটফিট মানেই আকর্ষণীয় লুক। সাফার ফিটেড প্যান্ট, ক্রপ টপ আর লম্বা কোট সে কথাই বলছে
বিজ্ঞাপন
২/১০
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এই লুকে রুনা খান পরেছেন ড্রেপ প্যাটার্নে হল্টার নেক লাল স্যাটিন টপ। বটমের থাই স্লিট ম্যাচিং লাল স্কার্টের অংশটিও সমান আবেদনময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এই লুকে রুনা খান পরেছেন ড্রেপ প্যাটার্নে হল্টার নেক লাল স্যাটিন টপ। বটমের থাই স্লিট ম্যাচিং লাল স্কার্টের অংশটিও সমান আবেদনময়
৩/১০
রুনা খানের আরেকটি লুকে  থাই স্লিট বটম আর রিবন এক্সটেনশন দেওয়া ডিপ নেক টপে সাদা-কালো চেক প্যাটার্ন
রুনা খানের আরেকটি লুকে থাই স্লিট বটম আর রিবন এক্সটেনশন দেওয়া ডিপ নেক টপে সাদা-কালো চেক প্যাটার্ন
৪/১০
বেইজ রঙা নিটেড ফেব্রিকের বডিকন ড্রেসটিতে নুডল স্ট্র্যাপ দিয়ে হল্টার নেক আমেজ আনা হয়েছে। মুমতাহিনা টয়াকে দারুণ মানিয়েছে পোশাকটি
বেইজ রঙা নিটেড ফেব্রিকের বডিকন ড্রেসটিতে নুডল স্ট্র্যাপ দিয়ে হল্টার নেক আমেজ আনা হয়েছে। মুমতাহিনা টয়াকে দারুণ মানিয়েছে পোশাকটি
৫/১০
গ্ল্যামার আর সোয়্যাগের সমন্বয় ঠিক রাখতে সাফা বেছে নিয়েছেন চাংকি চেনের কালো লেদার ব্যাগ আর হিল দেওয়া সাদা অ্যাংকেল বুট।
গ্ল্যামার আর সোয়্যাগের সমন্বয় ঠিক রাখতে সাফা বেছে নিয়েছেন চাংকি চেনের কালো লেদার ব্যাগ আর হিল দেওয়া সাদা অ্যাংকেল বুট।
৬/১০
নিখুঁত ফিনিশের ন্যুড শেডের মেক ওভার রুনা খানের পুরো লুকে এনেছে পূর্ণতা
নিখুঁত ফিনিশের ন্যুড শেডের মেক ওভার রুনা খানের পুরো লুকে এনেছে পূর্ণতা
৭/১০
ফিটনেস আর গ্ল্যামার দুই-ই স্পষ্ট টয়ার এই লুকে। নরম বাদামি হেয়ার কালার আর ট্রেন্ডি ওভারসাইজড রোদচশমায় চমৎকার লাগছে এই অভিনেত্রীকে
ফিটনেস আর গ্ল্যামার দুই-ই স্পষ্ট টয়ার এই লুকে। নরম বাদামি হেয়ার কালার আর ট্রেন্ডি ওভারসাইজড রোদচশমায় চমৎকার লাগছে এই অভিনেত্রীকে
৮/১০
সাফা এমনিতেই কম করেন মেক আপ। এখানেও ন্যাচারাল সুন্দর চুল ছেড়ে রেখেছেন তিনি আর ঠোঁটে সেমি ম্যাট রেইজিন শেডের লিপ কালার। সোনালি দুল আর ঘড়ি চোখে পড়ছে।
সাফা এমনিতেই কম করেন মেক আপ। এখানেও ন্যাচারাল সুন্দর চুল ছেড়ে রেখেছেন তিনি আর ঠোঁটে সেমি ম্যাট রেইজিন শেডের লিপ কালার। সোনালি দুল আর ঘড়ি চোখে পড়ছে।
৯/১০
লাল নেল কালার আর লম্বা ঝোলানো দুলের চেয়েও রুনার সহজাত হাসি তাঁর গ্ল্যামারাস লুকের আবেদন বাড়িয়ে দিচ্ছে।
লাল নেল কালার আর লম্বা ঝোলানো দুলের চেয়েও রুনার সহজাত হাসি তাঁর গ্ল্যামারাস লুকের আবেদন বাড়িয়ে দিচ্ছে।
১০/১০
সাদাসিধা আউটফিটেও যে গ্ল্যামারে পরিপূর্ণতা আসে, সেটা টয়ার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠেছে। ড্রেসের নিচের এক্সটেনশনগুলো বেশ নজর কাড়ছে।
সাদাসিধা আউটফিটেও যে গ্ল্যামারে পরিপূর্ণতা আসে, সেটা টয়ার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠেছে। ড্রেসের নিচের এক্সটেনশনগুলো বেশ নজর কাড়ছে।
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২: ৫৬
বিজ্ঞাপন