ফ্যাশন আর স্টাইলের সঙ্গে গ্ল্যামারের রয়েছে এক সুস্পষ্ট তফাত। গ্ল্যামারে আছে আকর্ষণ আর সম্মোহনী কিছু ব্যাপার। আবার সেই সঙ্গে গ্ল্যামারাস লুক মানে চোখধাঁধানো ব্যাপারস্যাপার। যেন নজর কেড়ে নেয় সহজেই। পোশাক আর মেকওভার তো বটেই, বডি ল্যাঙ্গুয়েজের বদৌলতে গ্ল্যামার সূচকে অনেকটা এগিয়ে যায় অনেক লুক। তেমনই কিছু গ্ল্যামারাস লুকে সম্প্রতি দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান, সাফা কবির ও মুমতাহিনা টয়াকে। ছবিগুলো তাঁদের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।