ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দিওয়ালি বা দীপাবলি। এসময় প্রদীপ আর আলোর অন্যান্য অনুষংগ দিয়ে সাজিয়ে তোলা হয় ঘর,আঙিনা, বাড়ির ছাদ। আলোর উৎসব হিসেবে এর আলাদা আবেদন রয়েছে বিশ্বব্যাপী। আর এই আলোকসজ্জা ছাড়াও দিওয়ালির আরেক আকর্ষণ সাজপোশাক। বিশেষ করে প্রিয় তারকারা কে কী পরছেন দিওয়ালি উপলক্ষে সে নিয়ে ভক্ত ও অনুরাগীদের আগ্রহের শেষ থাকেনা।
ভারত আর বাংলাদেশে সমানভাবে জনপ্রিয় আমাদের দেশের গুণী আর পরমা সুন্দরী অভিনেত্রী জয়া আহসান। দিওয়ালি উপলক্ষে তিনি জাঁকজমকপূর্ণ সাজে ভক্তদের সামনে এসেছেন শুভেচ্ছা জানাতে সবাইকে। রাজকীয় আমেজের গয়না ও পোশাকে তাঁকে লাগছে রাজেন্দ্রাণীর মতো। রুপকথা বা ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রানির সাজপোশাকে জয়ার থেকে চোখ ফেরানো যাচ্ছেনা।
সোনালি জরীর ভারী জারদৌসি আর হালকা কমলা ও সবুজ সুতার ভরাট কাজ করা আইভরি লেহেঙ্গা পরেছেন জয়া আহসান। গভীর ভি শেপের নেকলাইন আবেদন বাড়িয়েছে বেশ। সঙ্গের হালকা কমলা শিফনের ওড়নায় আইভরি বর্ডারে একই রকম জারদৌসির কাজ। ওড়না জুড়ে রয়েছে মানানসই বুটি। আর এর সঙ্গে সোনায় সোহাগা রূপে একটি ঝলমলে লাল বেনারসীর ঘোমটা নিয়েছেন জয়া। আর এতেই পুরো পোশাকে এসেছে রাজকীয় ভাব।
গয়নায়ও সেই একই আমেজ। ভারি ডিজাইনের হার, ঝুমকা, টিকলি-টায়রা, বালা আর রতনচূড়- সবকিছুই ঝলমলে পাথরখচিত আর মিনাকারি করা। সেমি ম্যাট ফিনিশের সফট গ্ল্যাম মেক ওভার, প্রায় ন্যুড শেডের ম্যাট লিপস্টিক আর স্মোকি চোখের সাজে পুরো লুকে এসেছে পূর্ণতা। ক্যাপশনে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জয়া আহসান জানিয়েছেন তিনি এই আলোর উৎসব খুব ভালোবাসেন।
ছবি: রনি রেজাউল (জয়া আহসানের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে পাওয়া)