শীতকাল চলে এলেও শীতের তেজ এখনো টের পাওয়া যায়নি। কিন্তু হালকা ঠান্ডা পড়েছে। তাই ফুলস্লিভ পোশাক এই আবহাওয়ায় মানানসই। সাদিয়া আয়মান তাঁর প্রথম লুকে বেছে নিয়েছেন রেড ওয়াইন রঙের খুব সুন্দর একটা সোয়েটার। সোয়েটারের বিশেষ ফিচার হলো, এর কাটআউট নেকলাইন। হালকা শীতের স্টাইলে আলাদা আবেদন তৈরি করেছে এই আউটফিট। পোশাকের রংও বেশ।
এর সঙ্গে অভিনেত্রী ম্যাট ফিনিশ মেকআপ করেছেন। ঠোঁট রাঙিয়েছেন পোশাকের সঙ্গে ম্যাচিং করে। ভ্রু যুগল ন্যাচারাল রেখেছেন আর চোখে দিয়েছেন মাশকারা। ছিমছাম সাজেও অভিনেত্রী হয়ে উঠেছেন মোহময়ী। এই আউটফিটের সঙ্গে তিনি কানে পরেছেন মুক্তার স্টাড। আর সবশেষে লুক পরিপূর্ণ করেছে ছেড়ে রাখা চুল। এ সময়ের পার্টি লুকের জন্য সাদিয়া আয়মানের এই স্টাইল আপনিও চাইলে করতে পারেন।
দ্বিতীয় লুকে অভিনেত্রী পরেছেন সিম্পল ফুলস্লিভ কুর্তি। সাদা-নেভিব্লু জামার জমিনজুড়ে রয়েছে ছোট ছোট জ্যামিতিক মোটিফ। আর নেকলাইনে ইয়োগের স্টাইলে বসানো হয়েছে ফ্লোরাল লেইস ও মুক্তা। রাউন্ড নেকের এই কুর্তিতে স্লিভেও রয়েছে চিকন সাদা লেইস। সব মিলিয়ে একটা ছিমছাম আমেজ ফুটে উঠেছে অভিনেত্রীর লুকে।
এর সঙ্গে অভিনেত্রী তাঁর হেয়ারস্টাইলে কিছুটা ভিন্নতা আনতে পাশ সিঁথি করে সেমি কার্ল করেছেন। তিনি কানে পরেছেন মুক্তার দুল আর পাশে গুঁজে দিয়েছেন নয়নতারা ফুল। অভিনেত্রী তাঁর এই আউটফিটের সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল মেকআপ। চোখে আইলাইনার আর ঠোঁটে দিয়েছেন ন্যুড লিপস্টিক। তবে অভিনেত্রীর পুরো লুকে আকর্ষণ কেড়েছে তাঁর মিষ্টি হাসি।
তৃতীয় লুকে সাদিয়া ফ্রেমবন্দী হয়েছেন খুব সুন্দর একটা লাইট পারপেল ফ্রক জামায়। অভিনেত্রীর এই আউটফিট তাঁর মতোই মিষ্টি। জামার পুরো জমিনে সাদা প্রজাপতির মেলা বসেছে যেন।
এই পোশাকের ফিচারগুলো বেশ ট্রেন্ডি। কলার নেকলাইন, কুচি দেওয়া কনুই হাতা আর বুকের সামনের অংশে শোভা পাচ্ছে কাঠের বোতাম। এই সুন্দর ফ্রক জামার সঙ্গে অভিনেত্রী কানে পরেছেন মুক্তার রিং। চুলগুলো একপাশে নিয়ে করেছেন সেমি কার্ল হেয়ারস্টাইল। মেকআপে নেই কোনো বাড়াবাড়ি। আইলাইনার আর ন্যুড লিপস্টিকে সাজ শেষ করেছেন তিনি।