বিভিন্ন বিয়ের পোশাক, গয়না আর মেকওভার স্যালনের উদ্যোগে বিভিন্ন সময়ে আমাদের স্বপ্নের নায়িকাদেরকে বৈচিত্র্যময় সব ব্রাইডাল লুকে দেখা গেছে। ঐতিহ্য, ফিউশন আর ট্রেন্ডের সমন্বয়ে ব্রাইডাল সাজে মুগ্ধ করেছেন তারকারা নানা রূপে। একদিকে যেমন প্যাস্টেল শেড বা আইভরি ব্রাইডের ট্রেন্ড তুঙ্গে ছিল, তেমনি ঐতিহ্যবাহী লালের সাজে কনে রূপে দেখা দিয়েছেন অনেক তারকা। ফিউশন বা প্রথা ভাঙা কিছু দৃষ্টান্তও দেখেছি আমরা ব্রাইডাল লুকে। বিভিন্ন ডিজাইনার লেবেল, ফ্যাশন হাউজ, সৌন্দর্য উদ্যোগ আর তারকাদের নিজস্ব ইন্সটাগ্রাম থেকে নেওয়া হয়েছে আলোচিত ১০ টি ব্রাইডাল লুকের ছবি।