এই গরমে বউ সাজতে তারকাদের
 ১০টি রিফ্রেশিং ব্রাইডাল লুক
শেয়ার করুন
ফলো করুন

বিভিন্ন বিয়ের পোশাক, গয়না আর মেকওভার স্যালনের উদ্যোগে বিভিন্ন সময়ে আমাদের স্বপ্নের নায়িকাদেরকে বৈচিত্র্যময় সব ব্রাইডাল লুকে দেখা গেছে। ঐতিহ্য, ফিউশন আর ট্রেন্ডের সমন্বয়ে ব্রাইডাল সাজে মুগ্ধ করেছেন তারকারা নানা রূপে। একদিকে যেমন প্যাস্টেল শেড বা আইভরি ব্রাইডের ট্রেন্ড তুঙ্গে ছিল, তেমনি ঐতিহ্যবাহী লালের সাজে কনে রূপে দেখা দিয়েছেন অনেক তারকা। ফিউশন বা প্রথা ভাঙা কিছু দৃষ্টান্তও দেখেছি আমরা ব্রাইডাল লুকে। বিভিন্ন ডিজাইনার লেবেল, ফ্যাশন হাউজ, সৌন্দর্য উদ্যোগ আর তারকাদের নিজস্ব ইন্সটাগ্রাম থেকে নেওয়া হয়েছে আলোচিত ১০ টি ব্রাইডাল লুকের ছবি।

১/১০
বিয়ের পোশাকের জন্য সুপরিচিত  বিলাসবহুল ডিজাইনার লেবেল সারা  করিমের বর্ণিল লেহেঙ্গায় জমকালো লাগছে দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমকে। মেকওভার নাভিন আহমেদ অফিশিয়ালের।
বিয়ের পোশাকের জন্য সুপরিচিত বিলাসবহুল ডিজাইনার লেবেল সারা করিমের বর্ণিল লেহেঙ্গায় জমকালো লাগছে দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমকে। মেকওভার নাভিন আহমেদ অফিশিয়ালের।
বিজ্ঞাপন
২/১০
হোয়াইট ব্রাইড বা আইভরি ব্রাইডের ট্রেন্ড এখন তুঙ্গে। সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চোখ জুড়ানো সাজের সঙ্গে সাদা লেহেঙ্গায় যথারীতি অত্যন্ত স্নিগ্ধ লাগছে তাঁকে।
হোয়াইট ব্রাইড বা আইভরি ব্রাইডের ট্রেন্ড এখন তুঙ্গে। সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চোখ জুড়ানো সাজের সঙ্গে সাদা লেহেঙ্গায় যথারীতি অত্যন্ত স্নিগ্ধ লাগছে তাঁকে।
বিজ্ঞাপন
৩/১০
প্যাস্টেল শেডের লেহেঙ্গায় এবার বেশিরভাগ বলিউড বিয়ে হয়েছে। আমাদের দেশের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের এই প্যাস্টেল গোলাপি লেহেঙ্গার লুকে এই ব্রাইডাল মৌসুমে বেশ প্রশংসা পেয়েছে।
প্যাস্টেল শেডের লেহেঙ্গায় এবার বেশিরভাগ বলিউড বিয়ে হয়েছে। আমাদের দেশের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের এই প্যাস্টেল গোলাপি লেহেঙ্গার লুকে এই ব্রাইডাল মৌসুমে বেশ প্রশংসা পেয়েছে।
৪/১০
এবার সবচেয়ে আলোচিত ছিল মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণের নিজের বিয়ের সাজপোশাক। নব ঢাকার এক অপরূপ সুন্দর লাল জামদানিতে কনে সেজেছেন ফারিণ। জাহিদ খানের হাতের জাদুতে 'নো মেক আপ' মেকআপ লুকটি হয়েছে একেবারে ভাইরাল।
এবার সবচেয়ে আলোচিত ছিল মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণের নিজের বিয়ের সাজপোশাক। নব ঢাকার এক অপরূপ সুন্দর লাল জামদানিতে কনে সেজেছেন ফারিণ। জাহিদ খানের হাতের জাদুতে 'নো মেক আপ' মেকআপ লুকটি হয়েছে একেবারে ভাইরাল।
৫/১০
নতুন ভাবে গ্ল্যামারাস রুপে সকলের সামনে এ বছর নিজেকে উপস্থাপন করেছেন গুণী অভিনেত্রী রুনা খান। ফ্লোরাল ডিজাইনের অত্যন্ত ট্রেন্ডি এই কনের লেহেঙ্গায় নজর কেড়েছেন তিনি।
নতুন ভাবে গ্ল্যামারাস রুপে সকলের সামনে এ বছর নিজেকে উপস্থাপন করেছেন গুণী অভিনেত্রী রুনা খান। ফ্লোরাল ডিজাইনের অত্যন্ত ট্রেন্ডি এই কনের লেহেঙ্গায় নজর কেড়েছেন তিনি।
৬/১০
পাঞ্জাবি ঘরানার বিয়ের সাজে সোনালি জরির কাজে  টুকটুকে লাল সালোয়ার-কামিজের অন্যরকম ব্রাইডাল লুকে চোখ ফেরানো দায় দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের দিক থেকে।
পাঞ্জাবি ঘরানার বিয়ের সাজে সোনালি জরির কাজে টুকটুকে লাল সালোয়ার-কামিজের অন্যরকম ব্রাইডাল লুকে চোখ ফেরানো দায় দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের দিক থেকে।
৭/১০
প্রথাভাঙা কনের সাজে ব্যাতিক্রমী মেকওভার আর কালো শাড়িতে নুসরাত ফারিয়া আলোচিত হয়েছেন বেশ। এখানে জড়োয়া হাউসের গয়না অবশ্য একেবারে ঐতিহ্যবাহী।
প্রথাভাঙা কনের সাজে ব্যাতিক্রমী মেকওভার আর কালো শাড়িতে নুসরাত ফারিয়া আলোচিত হয়েছেন বেশ। এখানে জড়োয়া হাউসের গয়না অবশ্য একেবারে ঐতিহ্যবাহী।
৮/১০
সাফিয়া সাথীর সোনালি-লালের সমন্বয়ে ভারি কারুকাজের চোখ ধাঁধানো শাড়িতে দেখা গেছে হালের ক্রেজ, জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুশিকে।
সাফিয়া সাথীর সোনালি-লালের সমন্বয়ে ভারি কারুকাজের চোখ ধাঁধানো শাড়িতে দেখা গেছে হালের ক্রেজ, জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুশিকে।
৯/১০
এবার বাংলাদেশ ওয়েডিং কতুরের অনুষ্ঠানে   দেশের জ্নপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া চোখ জুড়িয়েছেন প্যাস্টেল শেডের জমকালো লেহেঙ্গায়। পোশাকটি সাহারা রহমান কতুরের। সেজেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার থেকে।
এবার বাংলাদেশ ওয়েডিং কতুরের অনুষ্ঠানে দেশের জ্নপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া চোখ জুড়িয়েছেন প্যাস্টেল শেডের জমকালো লেহেঙ্গায়। পোশাকটি সাহারা রহমান কতুরের। সেজেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার থেকে।
১০/১০
দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গায় কনে সেজেছেন। পোষাক মেহের অফিশিয়ালসের আর সাজ জাহিদ খান মেক ওভারের।
দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গায় কনে সেজেছেন। পোষাক মেহের অফিশিয়ালসের আর সাজ জাহিদ খান মেক ওভারের।
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৪: ২৯
বিজ্ঞাপন