নতুন মায়ের ঔজ্জ্বল্য ছড়ানো নাদুসনুদুস ইমেজ ভেঙে আজকাল নতুন রূপে দেখা দিচ্ছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। সাম্প্রতিক সময়ে তাঁকে অনেকটা সাহসী পোশাকেই বেশি দেখছি আমরা। সেই কাকডাকা ভোরে শুরু হওয়া নিত্যকার আপসহীন জিম রুটিনের বদৌলতে আলিয়ার ফিটনেস যেন আগের চেয়েও বেশি এখন। আর নিজেকে নতুন করে ফিরে পাওয়া আলিয়া এখন নিজের শারীরিক সৌন্দর্যের প্রকাশে আগের চেয়ে আরও দ্বিধাহীন। আগেও তিনি আবেদনময় আর এককথায় সংক্ষিপ্ত পোশাকে নিজেকে সাজালেও কোথাও একটা কিউট ফ্যাক্টর রয়েই যেত। তবে সাম্প্রতিক লুকগুলোতে শারীরিক ভঙ্গিমা, পোশাক ও মেকআপ সবকিছুতেই বোল্ড আর ভ্রুক্ষেপহীন ভাব। এবার তবে সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া আলিয়া ভাটের সাম্প্রতিক সব সাহসী পোশাক দেখে নেওয়া যাক।