আলিয়া ভাটের এ সময়ের যত সাহসী পোশাক
শেয়ার করুন
ফলো করুন

নতুন মায়ের ঔজ্জ্বল্য ছড়ানো নাদুসনুদুস ইমেজ ভেঙে আজকাল নতুন রূপে দেখা দিচ্ছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। সাম্প্রতিক সময়ে তাঁকে অনেকটা সাহসী পোশাকেই বেশি দেখছি আমরা। সেই কাকডাকা ভোরে শুরু হওয়া নিত্যকার আপসহীন জিম রুটিনের বদৌলতে আলিয়ার ফিটনেস যেন আগের চেয়েও বেশি এখন। আর নিজেকে নতুন করে ফিরে পাওয়া আলিয়া এখন নিজের শারীরিক সৌন্দর্যের প্রকাশে আগের চেয়ে আরও দ্বিধাহীন। আগেও তিনি আবেদনময় আর এককথায় সংক্ষিপ্ত পোশাকে নিজেকে সাজালেও কোথাও একটা কিউট ফ্যাক্টর রয়েই যেত। তবে সাম্প্রতিক লুকগুলোতে শারীরিক ভঙ্গিমা, পোশাক ও মেকআপ সবকিছুতেই বোল্ড আর ভ্রুক্ষেপহীন ভাব। এবার তবে সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া আলিয়া ভাটের সাম্প্রতিক সব সাহসী পোশাক দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন
১/১০
বলা হচ্ছে, এই ইট লাল মিনি জাম্প স্যুটটি আলিয়া ভাটের এ যাবতকালের সবচেয়ে বোল্ড পোশাক।
বলা হচ্ছে, এই ইট লাল মিনি জাম্প স্যুটটি আলিয়া ভাটের এ যাবতকালের সবচেয়ে বোল্ড পোশাক।
বিজ্ঞাপন
২/১০
কফি উইথ করন-এ সিকুইনের ঝলমলে এই আবেদনময় পোশাকটির দাম লাখ রুপীর চেয়েও বেশি।
কফি উইথ করন-এ সিকুইনের ঝলমলে এই আবেদনময় পোশাকটির দাম লাখ রুপীর চেয়েও বেশি।
৩/১০
মুম্বাইয়ের বিলাসবহুল জিও প্লাজার উদ্বোধনের রাতে আলিয়ার গৌরব গুপ্ত অত কতুর গাউনটি নজর কেড়েছে খুব।
মুম্বাইয়ের বিলাসবহুল জিও প্লাজার উদ্বোধনের রাতে আলিয়ার গৌরব গুপ্ত অত কতুর গাউনটি নজর কেড়েছে খুব।
৪/১০
সুগভীর নেকলাইনের এই  মিনি জাম্প স্যুট গুচির এক্সক্লুসিভ কালেকশন থেকে নেওয়া। ডিজাইন করেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর সাবাতো ডে সার্নো।
সুগভীর নেকলাইনের এই মিনি জাম্প স্যুট গুচির এক্সক্লুসিভ কালেকশন থেকে নেওয়া। ডিজাইন করেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর সাবাতো ডে সার্নো।
৫/১০
আলিয়ার সাজেও এসেছে বোল্ড আমেজ। চুল একটু অগোছালোভাবে ছেড়ে রাখা। আবেদন বাড়াচ্ছে ময়েস্ট ফিনিশের ন্যুড মেক আপ।
আলিয়ার সাজেও এসেছে বোল্ড আমেজ। চুল একটু অগোছালোভাবে ছেড়ে রাখা। আবেদন বাড়াচ্ছে ময়েস্ট ফিনিশের ন্যুড মেক আপ।
৬/১০
শরীর আঁকড়ে রাখা সিকুইন্ড ড্রেসটি সিক্সটিন আর্লিংটন নামের বিলাসবহুল ব্র্যান্ডের। শারিরীক ভঙ্গিমায় ফুটে উঠেছে আবেদন।
শরীর আঁকড়ে রাখা সিকুইন্ড ড্রেসটি সিক্সটিন আর্লিংটন নামের বিলাসবহুল ব্র্যান্ডের। শারিরীক ভঙ্গিমায় ফুটে উঠেছে আবেদন।
৭/১০
লাক্সারি ব্র্যান্ড ক্রিস্টোফার এসবারের লিটল ব্ল্যাক ড্রেস পরে শাহরুখ খানের জন্মদিনের পার্টির উত্তাপ বাড়িয়েছেন আলিয়া ভাট।
লাক্সারি ব্র্যান্ড ক্রিস্টোফার এসবারের লিটল ব্ল্যাক ড্রেস পরে শাহরুখ খানের জন্মদিনের পার্টির উত্তাপ বাড়িয়েছেন আলিয়া ভাট।
৮/১০
সিকুইনের ড্রেসের সামনে কি হোল প্যাটার্নের কাট আউটে ড্র স্ট্রিং দিয়ে বেঁধে রাখা ডিজাইনটি হার্টবিট বাড়ানোর মতো।
সিকুইনের ড্রেসের সামনে কি হোল প্যাটার্নের কাট আউটে ড্র স্ট্রিং দিয়ে বেঁধে রাখা ডিজাইনটি হার্টবিট বাড়ানোর মতো।
৯/১০
আলিয়ার কিউট ঘরানার লুক থেকে বেরিয়ে বোল্ড অবতার ধারণ করতে ন্যুড মেক আপের তামাটে শেডগুলো বেশ কার্যকর হচ্ছে।
আলিয়ার কিউট ঘরানার লুক থেকে বেরিয়ে বোল্ড অবতার ধারণ করতে ন্যুড মেক আপের তামাটে শেডগুলো বেশ কার্যকর হচ্ছে।
১০/১০
অফ দ্য শোল্ডার স্ট্রাকচার্ড গাউনের কল্যাণে শরীরের ওপরের অংশ পুরাই অনাবৃত। কিন্তু চুলের এই ট্রেন্ডি অগোছালো স্টাইলই আবেদন বাড়িয়ে দেয় আরও বেশি।
অফ দ্য শোল্ডার স্ট্রাকচার্ড গাউনের কল্যাণে শরীরের ওপরের অংশ পুরাই অনাবৃত। কিন্তু চুলের এই ট্রেন্ডি অগোছালো স্টাইলই আবেদন বাড়িয়ে দেয় আরও বেশি।
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন