ওয়েস্টার্ন পোশাকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই সাবলীল। এবার সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে অনেকটাই। তিনি পরেছেন জমকালো বডি হাগিং মিডি গাউন। সিনথেটিক লাইক্রা ফেব্রিকের কপার গোল্ড গাউনটিতে বাড়তি আবেদন যোগ করেছে স্পেগেডি স্ট্রাইপ হাতা।
এর সঙ্গে অভিনেত্রী সেজেছেন ন্যুড গ্ল্যাম মেকআপে। ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিপ আর চোখ সাজিয়েছেন কপার গোল্ড আইশ্যাডো ও কালো আইলানারে। চুলের স্টাইলের জন্য অভিনেত্রীকে অন্য সবার চেয়ে ভিন্ন দেখাচ্ছে এবার। তাঁর স্বভাবজাত ‘স্ট্রেইট হেয়ার’ না রেখে ভিন্নতা আনতে পুরো চুলেই করেছেন ভলিউম বা ঢেউখেলানো স্টাইল। গয়না হিসেবে শুধু কানে পরেছেন কপার গোল্ড দুল। আর সবশেষে এই আউটফিটের সঙ্গে মানানসই ন্যুড রঙের আকর্ষণীয় পেনসিল হিল পরেছেন অভিনেত্রী।
এথনিক সাজপোশাকে বাঙালি মেয়েরা বরাবরই সুন্দর। অভিনেত্রীকেও প্রায়ই দেখা যায় এই লুকে। সম্প্রতি তিনি বেশ কিছু ছিমছাম লুকের ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি পরেছিলেন নেভি ব্লু রঙের সালোয়ার–কামিজ। কামিজের বুকে আর হাতার বর্ডারে রয়েছে বাহারি রঙের এমব্রয়ডারির নিখুঁত কাজ। পুরো ওড়নায় রয়েছে এ সময়ের ট্রেন্ডি ফ্লোরাল মোটিফের নকশা।
এই পোশাকের সঙ্গে অভিনেত্রী একদম মিনিমাল মেকআপে সেজেছেন। চোখে আইলাইনার টেনে, ঠোঁটে দিয়েছেন হালকা গোলাপি শেডের লিপস্টিক। গালে হালকা গোলাপি ব্লাশ অনের ছোঁয়াও রেখেছেন সাজে। কানে পরেছেন সোনালি হুপ ইয়ার রিং। আর শেষে, চুলে সাইড সিঁথি করে ছেড়ে রেখেছেন।