সাবা সিনেমা দিয়ে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ নজর কেড়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে। সে ধারাবাহিকতায় তিনি সম্প্রতি সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন নিজের এই সিনেমার বিশেষ প্রিমিয়ার শো হয়েছে সেখানে। তারকাখচিত এই চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে মেহজাবীনকে দেখা যায় সগৌরবে বাংলাদেশি শাড়ির সাজে নিজকে উপস্থাপন করতে। সুন্দরী এই অভিনেত্রী রীতিমতো মরুর দেশ শাড়ির জাদুতে মাতিয়েছেন বলা যায়। এখানে তিনি প্রিমিয়ার শোয়ের দিন দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর লাল শাড়ি পরেছেন। আর সেই সঙ্গে তাকে গ্র্যান্ড ওপেনিংয়ের দিন দেখা গিয়েছে অদ্রিয়ানা এক্সক্লুসিভসের নেভি ব্লু শাড়িতে। চলুন তবে ছবির গল্পে মেহজাবীনের এই নজরকাড়া দুটি শাড়ির লুক দেখে নিই সবিস্তারে।
ছবি: মেহজাবীনের ইন্সটাগ্রাম ও ফেসবুক