সম্প্রতি রাকুল প্রীত সিং একটি তারকাখচিত অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন। সেখানে তারকারা সুন্দর সব সাজপোশাকে উপস্থিত হবেন সেটাই স্বাভাবিক। অভিনেত্রী বেছে নিয়েছেন লাল রঙের খুব সুন্দর একটা আউটফিট।
আউটফিটের বিস্তারিত বর্ণনা দিতে গেলে বলতে হয়, অভিনেত্রী ওপরের অংশে পরেছেন কোরসেট স্টাইলের নেট ফেব্রিকের স্লিভলেস টপ, এর ঠিক নিচেই পড়েছেন ফ্লোর লেন্থের ড্রেপ স্কার্ট। যা তাঁর লুকে গ্ল্যাম ভাব যোগ করেছে। অভিনেত্রী অবশ্য তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেনও এই কথা।
তবে এই মনোক্রম আউটফিটের সঙ্গে বিশেষ আকর্ষণ কেড়েছে গলায় পরা শ্যানেলের গোল্ডেন চেইন নেকপিস। এ ছাড়া তিনি হাতে পরেছেন গোল্ডেন হ্যান্ডকাফ ও স্টেটমেন্ট রিং। এর সঙ্গে অনুষঙ্গ হিসেবে নিয়েছেন সুন্দর একটা বক্স ক্লাচ। অভিনেত্রীর মেকআপে গ্ল্যাম ছোঁয়া দিয়েছে গোল্ডেন আইশ্যাডো, মাসকারা আর আইলাইনার দেওয়া নিখুঁত চোখ। তিনি ঠোঁটে দিয়েছেন মভ লিপস্টিক আর হেয়ারস্টাইলে রেখেছেন স্লিক বান।
একটি ইভেন্টের ফটোশুটে সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে ফুসিয়া গোলাপি রঙের আউটফিটে। তিনি টপে পরেছেন নিখুঁত কাজ করা একটি ফ্লোরাল অলংকৃত ব্লাউজ আর বটমে ফ্লোয়ি স্কার্ট। তবে ব্লাউজের ওপরে জড়ানো কিংবা লেয়ার করা ম্যাচিং কেপ জ্যাকেট অভিনেত্রীর লুকে এনেছে এলিগেন্ট ভাব।
এর সঙ্গে তিনি অক্সিডাইজড সিলভারের ঝুমকি, ব্রেসলেট আর আংটি দিয়ে তাঁর লুক পরিপূর্ণ করেছেন। আর তাঁর সাজে ফুটে উঠেছে নো মেকআপ মেকআপ লুকের খেলা। হালকা গোলাপি লিপস্টিক, মাসকারা আর মাঝ সিঁথি কোরে ছেড়ে রাখা চুলে তাঁকে বেশ লাগছে।