দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম জয়া আহসানকে প্রায়ই দেখা যায় দেশি শাড়ির সাজে। আর দেশি শাড়ি বলতে প্রথমেই চলে আসে আমাদের তাঁতশিল্পের সবচেয়ে গৌররবময় জামদানির কথা৷ সম্পূর্ণ হাতে তৈরি হয় জামদানি শাড়ি। এর বুননে, নকশায়, প্যাটার্নে তাঁতিদের অসামান্য দক্ষতার পরিচয় দেখা যায়। আর অক্লান্ত পরিশ্রম করে প্রচুর সময় দিয়ে একেকটি জামদানি শাড়ি বোনা হয়। প্রকৃত সমঝদার ক্রেতা ও জামদানিপ্রেমীরা এ বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকেন ও অন্তর থেকে অনুভব করেন। জয়া আহসানও তেমনই একজন। তিনি এখন তাঁর অভিনয় প্রতিভাবলে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি একজন অনুসরণীয় তারকা। তাই তিনি যখন দেশি শাড়িতে নিজেকে সাজান আর জামদানির তাঁতিদেরকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাঁর সুপ্রভাব হয় সুদূর প্রসারী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমরা শ্রদ্ধা জানাই দেশের সকল তাঁতিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য হাতে শাড়ি বোনেন। এই অপরূপ সুন্দর কালো জামদানি শাড়িটি বুনতে দুইজন দক্ষ তাঁতির ছয়মাস সময় লেগেছে’’। তিনি ‘থ্রেড বিডি’কে ধন্যবাদ জানান এই শাড়িটির জন্য। ফ্যাশন আইকন এই তারকার জমকালো শাড়ির লুকের ছবিগুলো চলুন দেখে নেই এবারে। ছবি জয়া আহসানের ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে নেওয়া।