মারাঠি শর্টফিল্ম দিয়ে অভিনয় শুরু তাঁর। একাধিক হিন্দি সিনেমায়ও দেখা গেছে তাঁকে। তবে রোমান্টিক ওয়েব সিরিজ ‘লিটল থিংস’-এ অভিনয়ের মাধ্যমে বিটাউনে রাতারাতি পরিচিত মুখ হয়ে যান তিনি। এ ছাড়া তাঁর গাওয়া মারাঠি ভাষার কাপ গানও রীতিমতো ভাইরাল। সব মিলিয়ে ৩১ বছরের এই সুন্দরী, মিষ্টি আর গুণী অভিনেত্রী এখন নতুন সেনসেশন হয়ে উঠেছেন। তাঁর নাম মিথিলা পালকার। সিনেমা ও সিরিজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। শেয়ার করেন স্টাইলিশ অনেক ছবিও। সেখান থেকে নির্বাচিত কিছু লুক দেখে নেওয়া যাক।