ক্যালেন্ডারে এখন শীতকাল । কিন্তু রোজকার বাইরে বেরোনোর ক্ষেত্রে এখনও সেইভাবে শীতের কাপড়ের কদর বাড়েনি আবহাওয়ার কারণে। তবে পার্টিওয়্যার আর ফর্মাল বা সেমি ফর্মাল পোশাকে শীতের ফ্যাশনের ছোঁয়া থাকতেই পারে এমন দিনে। এখন মনোক্রোমের সঙ্গে সঙ্গে সাদা-কালো টু টোন পোশাক বেশ ট্রেন্ডি ফ্যাশন দুনিয়ায়। জনপ্রিয় ও স্টাইলিশ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শীত ফ্যাশনে এমন দুটি পোশাকে অত্যন্ত স্মার্ট লুকে দেখা দিয়েছেন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম লুকে তিনি পরেছেন একটি জ্যাকেট স্টাইলের বাটন আপ ড্রেস। আর পরেরটি আরও একটু ফর্মাল প্যান্টস্যুট ঘরানার। ছবিগুলো তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।