এই ওয়েবসাইট ব্যবহার করার মধ্য দিয়ে আপনি আমাদের গোপনীয়তা নীতি তে সম্মতি দিয়েছেন
শীতের ফ্যাশনে স্মার্ট লুকে মেহজাবীন
শেয়ার করুন
ফলো করুন

ক্যালেন্ডারে এখন শীতকাল । কিন্তু রোজকার বাইরে বেরোনোর ক্ষেত্রে এখনও সেইভাবে শীতের কাপড়ের কদর বাড়েনি আবহাওয়ার কারণে। তবে পার্টিওয়্যার আর ফর্মাল বা সেমি ফর্মাল পোশাকে শীতের ফ্যাশনের ছোঁয়া থাকতেই পারে এমন দিনে। এখন মনোক্রোমের সঙ্গে সঙ্গে সাদা-কালো টু টোন পোশাক বেশ ট্রেন্ডি ফ্যাশন দুনিয়ায়। জনপ্রিয় ও স্টাইলিশ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শীত ফ্যাশনে এমন দুটি পোশাকে অত্যন্ত স্মার্ট লুকে দেখা দিয়েছেন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম লুকে তিনি পরেছেন একটি জ্যাকেট স্টাইলের বাটন আপ ড্রেস। আর পরেরটি আরও একটু ফর্মাল প্যান্টস্যুট ঘরানার। ছবিগুলো তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/৯
মেহজাবীনের চমৎকার ফিগারে বডিকন ড্রেসটি মানিয়ে গেছে খুব।
মেহজাবীনের চমৎকার ফিগারে বডিকন ড্রেসটি মানিয়ে গেছে খুব।
বিজ্ঞাপন
২/৯
প্যান্টস্যুট যে বোরিং হতে হবে এমন কোনো কথা নেই। হতে পারে ট্যাঁ মেহজাবীনের আউটফিটটির মতো স্টাইলিশ।
প্যান্টস্যুট যে বোরিং হতে হবে এমন কোনো কথা নেই। হতে পারে ট্যাঁ মেহজাবীনের আউটফিটটির মতো স্টাইলিশ।
বিজ্ঞাপন
৩/৯
পাফড স্লিভস, ল্যাপেল দেওয়া নেকলাইন আর তামাটে সোনালি বোতামের সারি- সব মিলিয়ে সেমি ফর্মাল আমেজের ড্রেসটি এক কথায় স্মার্ট।
পাফড স্লিভস, ল্যাপেল দেওয়া নেকলাইন আর তামাটে সোনালি বোতামের সারি- সব মিলিয়ে সেমি ফর্মাল আমেজের ড্রেসটি এক কথায় স্মার্ট।
৪/৯
ভেতরে শার্ট না পরে ট্যাংক, টিউব বা ক্রপ টপ পরলেই আমেজ বদলে যায় টুপিস স্যুটের।
ভেতরে শার্ট না পরে ট্যাংক, টিউব বা ক্রপ টপ পরলেই আমেজ বদলে যায় টুপিস স্যুটের।
৫/৯
এ বছর এনিমাল প্রিন্ট ট্রেন্ডের শীর্ষে। সাদা-কালো এনিমাল প্রিন্টের সঙ্গে মনোক্রোম কালো ফেব্রিকে র বুদ্ধিদীপ্ত মিশেলে বানানো হয়েছে পোশাকটি।
এ বছর এনিমাল প্রিন্ট ট্রেন্ডের শীর্ষে। সাদা-কালো এনিমাল প্রিন্টের সঙ্গে মনোক্রোম কালো ফেব্রিকে র বুদ্ধিদীপ্ত মিশেলে বানানো হয়েছে পোশাকটি।
৬/৯
পোশাক সাদামাটা হলেও মেহজাবীনের মেক আপ বেশ নজরকাড়া এখানে। সফট গ্ল্যাম মেকওভারে গালের ব্লাশ আর চোখের তামাটে আইশ্যাডোর ব্যভার চোখে পড়ছে। দুই পাশে স্ট্র্যান্ডস রেখে মানানসই আপডু করেছেন তিনি সঙ্গে।
পোশাক সাদামাটা হলেও মেহজাবীনের মেক আপ বেশ নজরকাড়া এখানে। সফট গ্ল্যাম মেকওভারে গালের ব্লাশ আর চোখের তামাটে আইশ্যাডোর ব্যভার চোখে পড়ছে। দুই পাশে স্ট্র্যান্ডস রেখে মানানসই আপডু করেছেন তিনি সঙ্গে।
৭/৯
এখানে এক পাশে সিঁথি রেখে টেনে বাধা পনিটেইলও খুব মানাচ্ছে পুরো লুকের সঙ্গে। কানের ছোট দুল আর মিনিমাল মেকআপেই অনন্যা মেহজাবীন।
এখানে এক পাশে সিঁথি রেখে টেনে বাধা পনিটেইলও খুব মানাচ্ছে পুরো লুকের সঙ্গে। কানের ছোট দুল আর মিনিমাল মেকআপেই অনন্যা মেহজাবীন।
৮/৯
কানের টপটি বেশ স্টাইলিশ। আর ক্ল্যাসিক চেক প্যাটার্নের ফর্মাল ফেব্রিকের জ্যাকেটের ফিটিং দারুণ।
কানের টপটি বেশ স্টাইলিশ। আর ক্ল্যাসিক চেক প্যাটার্নের ফর্মাল ফেব্রিকের জ্যাকেটের ফিটিং দারুণ।
৯/৯
পায়ের মানানসই কালো হিলস আর সঙে নেওয়া কালো ব্যাগ পুরো লুকে এনেছে পূর্ণতা।
পায়ের মানানসই কালো হিলস আর সঙে নেওয়া কালো ব্যাগ পুরো লুকে এনেছে পূর্ণতা।
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০২: ৪৯
বিজ্ঞাপন