চিত্রনায়িকা মাহিয়া মাহি তাঁর সুন্দর মুখশ্রী আর স্টাইলিশ লুকের জন্য ভক্তমহলে পরিচিত। একেক সময় একেক লুকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। জীবনে নানা ঝড় উপেক্ষা করে মাহির নতুন রূপে ফিরে আসাটা সব সময়ই ভিন্ন রকমের আনন্দ দিচ্ছে তাঁর অনুরাগীদের। তাঁকে নিয়ে অনেক কথা হলেও পর্দায় উপস্থিতি আর সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহি সব সময় প্রশংসার দাবিদার। সম্প্রতি মাহি তাঁর চুলের রঙে আর স্টাইলে এনেছেন নাটকীয় পরিবর্তন। আর তাতেই নায়িকা হয়ে উঠেছেন মোহময়ী। সুন্দরী এই অভিনেত্রীর নতুন লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন বিভিন্ন আউটফিটে এই অভিনেত্রী। সদ্য প্রকাশ পাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, নায়িকা তাঁর চুলে গোল্ডেন ব্লন্ড রং করেছেন। লেয়ার কাট হেয়ারস্টাইল আর ব্লন্ড কালারের মিশেলে মাহিকে বেশ সুন্দর লাগছে। নায়িকার ব্যক্তিত্বের সঙ্গে যেন এই রংটা একদম মিলে গেছে। একধরনের আত্মবিশ্বাস তাঁর চোখেমুখে স্পষ্ট।