নতুন হেয়ারস্টাইলে মাহিয়া মাহির ৪ লুক
শেয়ার করুন
ফলো করুন

চিত্রনায়িকা মাহিয়া মাহি তাঁর সুন্দর মুখশ্রী আর স্টাইলিশ লুকের জন্য ভক্তমহলে পরিচিত। একেক সময় একেক লুকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। জীবনে নানা ঝড় উপেক্ষা করে মাহির নতুন রূপে ফিরে আসাটা সব সময়ই ভিন্ন রকমের আনন্দ দিচ্ছে তাঁর অনুরাগীদের। তাঁকে নিয়ে অনেক কথা হলেও পর্দায় উপস্থিতি আর সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহি সব সময় প্রশংসার দাবিদার। সম্প্রতি মাহি তাঁর চুলের রঙে আর স্টাইলে এনেছেন নাটকীয় পরিবর্তন। আর তাতেই নায়িকা হয়ে উঠেছেন মোহময়ী। সুন্দরী এই অভিনেত্রীর নতুন লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন বিভিন্ন আউটফিটে এই অভিনেত্রী। সদ্য প্রকাশ পাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, নায়িকা তাঁর চুলে গোল্ডেন ব্লন্ড রং করেছেন। লেয়ার কাট হেয়ারস্টাইল আর ব্লন্ড কালারের মিশেলে মাহিকে বেশ সুন্দর লাগছে। নায়িকার ব্যক্তিত্বের সঙ্গে যেন এই রংটা একদম মিলে গেছে। একধরনের আত্মবিশ্বাস তাঁর চোখেমুখে স্পষ্ট।

বিজ্ঞাপন
১/১০
এখানে মাহিয়া মাহি পরেছেন সোনালি জরির কাজের বর্ডার দেওয়া ঘের ওয়ালা ম্যাজেন্টা এথনিক ড্রেস। টপে বেইজ রঙা ফুলেল প্রিন্ট, ওড়না মনোক্রোম ম্যাজেন্টা।
এখানে মাহিয়া মাহি পরেছেন সোনালি জরির কাজের বর্ডার দেওয়া ঘের ওয়ালা ম্যাজেন্টা এথনিক ড্রেস। টপে বেইজ রঙা ফুলেল প্রিন্ট, ওড়না মনোক্রোম ম্যাজেন্টা।
বিজ্ঞাপন
২/১০
মাহির হেয়ারস্টাইলটি খুবই ট্রেন্ডি। ব্লন্ড শেডের চুলে অল্প পাফ করে এক পাশে ভাগ করে ছেড়ে রাখা।সফট লেয়ার্স দেখা যাচ্ছে।
মাহির হেয়ারস্টাইলটি খুবই ট্রেন্ডি। ব্লন্ড শেডের চুলে অল্প পাফ করে এক পাশে ভাগ করে ছেড়ে রাখা।সফট লেয়ার্স দেখা যাচ্ছে।
৩/১০
নীল চোখ, সেমি ম্যাট গোলাপি লিপ কালার, ঘন মাসকারা, আর সাদা পাথর দেওয়া সোনালি দুলে সাজ সেরেছেন মাহি
নীল চোখ, সেমি ম্যাট গোলাপি লিপ কালার, ঘন মাসকারা, আর সাদা পাথর দেওয়া সোনালি দুলে সাজ সেরেছেন মাহি
৪/১০
ওয়াইন রঙা টি শার্টে ক্যাজুয়াল লুকে মাহি। সঙ্গে ফিটেড খাকি প্যান্ট।
ওয়াইন রঙা টি শার্টে ক্যাজুয়াল লুকে মাহি। সঙ্গে ফিটেড খাকি প্যান্ট।
৫/১০
এখানে কিছুটা সোজা , ন্যাচারাল চুল দেখা যাছে মাহির। একপাশে ভাগ করে ছেড়ে  রেখেছেন চুল তিনি।
এখানে কিছুটা সোজা , ন্যাচারাল চুল দেখা যাছে মাহির। একপাশে ভাগ করে ছেড়ে রেখেছেন চুল তিনি।
৬/১০
কালো আরামদায়ক ক্রপ টপ আর ম্যাচিং ঢিলেঢালা ট্রাউজার্স পরেছেন মাহি। সঙ্গে সাদা স্নিকার্স
কালো আরামদায়ক ক্রপ টপ আর ম্যাচিং ঢিলেঢালা ট্রাউজার্স পরেছেন মাহি। সঙ্গে সাদা স্নিকার্স
৭/১০
েখানেও মাহির ন্যাচারাল স্ট্রেট চুল্লি দেখা যাচ্ছে। তবে হেয়ার কালারটি রোদেও উজ্জ্বল দেখাচ্ছে বেশ
েখানেও মাহির ন্যাচারাল স্ট্রেট চুল্লি দেখা যাচ্ছে। তবে হেয়ার কালারটি রোদেও উজ্জ্বল দেখাচ্ছে বেশ
৮/১০
একটি অনুষ্ঠানে পারফর্ম করতে এমনই নাটকীয় ট্যাসেন দেওয়া ঝলমলে সিকুইনের ধূসর-গোলাপি আউটফিট পরেছেন সম্প্রতি মাহি। সঙ্গে মানানসই হিলস
একটি অনুষ্ঠানে পারফর্ম করতে এমনই নাটকীয় ট্যাসেন দেওয়া ঝলমলে সিকুইনের ধূসর-গোলাপি আউটফিট পরেছেন সম্প্রতি মাহি। সঙ্গে মানানসই হিলস
৯/১০
মুক্তভাবে ছেড়ে রাখা ব্লন্ড চুলে মাহির লুকে আকর্ষণ বাড়িয়েছে। লাল -সাদা পাথরের নেকপিসটিও নজরকাড়া
মুক্তভাবে ছেড়ে রাখা ব্লন্ড চুলে মাহির লুকে আকর্ষণ বাড়িয়েছে। লাল -সাদা পাথরের নেকপিসটিও নজরকাড়া
১০/১০
নাটকীয় চোখের সাজে টেনে দেওয়া স্মাজ করা কাজল আর মাহির সিগনেচার ঘন আইল্যাশ। শিমার দেওয়া গোলাপি আইশ্যাডো দিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। গ্লসি গোলাপি লিপকালার আর ছোট এক পাথরের নাকফুলে অপরূপা মাহি।
নাটকীয় চোখের সাজে টেনে দেওয়া স্মাজ করা কাজল আর মাহির সিগনেচার ঘন আইল্যাশ। শিমার দেওয়া গোলাপি আইশ্যাডো দিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। গ্লসি গোলাপি লিপকালার আর ছোট এক পাথরের নাকফুলে অপরূপা মাহি।
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০২: ৪৭
বিজ্ঞাপন